শিরোনাম
◈ এলচেতে হোঁচট খে‌লো রিয়াল মা‌দ্রিদ   ◈ খা‌লিজ‌কে ৪-১ গো‌লে হারা‌লো আল নাসর, রোনালদোর চোখধাঁধানো গোল ◈ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ে সংকটে, ভারত–বাংলাদেশ সম্পর্ক নতুন টানাপোড়েনে ◈ ৫৮ বছর বয়সে বাবা হলেন সা‌বেক টে‌নিস তারকা ব‌রিস বেকার ◈ নির্বাচন-গণভোট একই দিনে: ইসিকে এমপাওয়ার করতে আসছে নতুন আইন ◈ বাণিজ্য, শিক্ষা, সংযোগে নতুন উদ্যোগ—ভুটান প্রধানমন্ত্রীর সফরে উভয় দেশের সন্তোষ ◈ স্থলপথে গত বছরে ভারত ভ্রমণ ১৮ লাখ ৫৯ হাজার; রাজস্ব আয় প্রায় ১৫০ কোটি টাকা ◈ বাংলাদেশে কম্পনের পর কম্পন—কেন হচ্ছে, কী বলছে বিশেষজ্ঞরা ◈ চরম নাটকীয়তার পর পাকিস্তানের কাছে সুপার ওভারে হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশকে কর্মী নিয়োগ নিয়ে সুখবর দিল সৌদি আরব

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০২:৩০ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৫, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈরুতে ইসরায়েলি বিমান হামলা: হিজবুল্লাহ নেতাকে লক্ষ্যবস্তু, নিহত ৫

লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত পাঁচজন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েল অবশ্য দাবি করেছে, বৈরুতের দক্ষিণাঞ্চলে চালানো এই বিমান হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চিফ অব স্টাফকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যদিও হামলায় নিহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি। খবর টিআরটি ওয়ার্ল্ড

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ঘনবসতিপূর্ণ এলাকায় এই হামলা চালানো হয়। লেবাননের রাষ্ট্রীয় সংবাদসংস্থা এনএএ জানায়, এতে অনেক মানুষ আহত হয়েছেন এবং বড় ধরনের ক্ষতি হয়েছে।

হিজবুল্লাহ নিশ্চিত করেছে, তাদের একজন জ্যেষ্ঠ কমান্ডারকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছিল। তবে ওই কমান্ডারের পরিচয় তারা প্রকাশ করেনি।

হিজবুল্লাহর কর্মকর্তা মাহমুদ ক্বোমাতি ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘প্রতিরোধ আন্দোলনের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এই হামলার টার্গেট ছিল। ফলাফল এখনো পরিষ্কার নয়। এই হামলা রেড লাইন অতিক্রম করেছে।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, এ হামলার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু নিজেই। যদিও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এক বছর ধরে যুদ্ধবিরতি বিদ্যমান রয়েছে।

ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানান, নয়তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় হামলা চালানো হয়েছে। হামলার পরপরই সেখানে অ্যাম্বুলেন্স ছুটে আসে এবং উদ্ধারকর্মীরা অ্যাপার্টমেন্টগুলোতে তল্লাশি চালান।

দক্ষিণ লেবাননে গত কয়েক সপ্তাহ ধরেই অবশ্য উত্তেজনা বাড়ছে। ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই লেবাননের অভ্যন্তরে হামলা চালাচ্ছে। তাদের দাবি, এসব হামলা হিজবুল্লাহর সদস্য ও অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হচ্ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৩৩১ জন নিহত এবং ৯৪৫ জন আহত হয়েছেন।

চুক্তি অনুযায়ী, ইসরায়েলি সেনাদের চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সরে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা আংশিকভাবে সরে গিয়ে এখনো সীমান্তের পাঁচটি আউটপোস্টে অবস্থান বজায় রেখেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়