শিরোনাম
◈ এলচেতে হোঁচট খে‌লো রিয়াল মা‌দ্রিদ   ◈ খা‌লিজ‌কে ৪-১ গো‌লে হারা‌লো আল নাসর, রোনালদোর চোখধাঁধানো গোল ◈ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ে সংকটে, ভারত–বাংলাদেশ সম্পর্ক নতুন টানাপোড়েনে ◈ ৫৮ বছর বয়সে বাবা হলেন সা‌বেক টে‌নিস তারকা ব‌রিস বেকার ◈ নির্বাচন-গণভোট একই দিনে: ইসিকে এমপাওয়ার করতে আসছে নতুন আইন ◈ বাণিজ্য, শিক্ষা, সংযোগে নতুন উদ্যোগ—ভুটান প্রধানমন্ত্রীর সফরে উভয় দেশের সন্তোষ ◈ স্থলপথে গত বছরে ভারত ভ্রমণ ১৮ লাখ ৫৯ হাজার; রাজস্ব আয় প্রায় ১৫০ কোটি টাকা ◈ বাংলাদেশে কম্পনের পর কম্পন—কেন হচ্ছে, কী বলছে বিশেষজ্ঞরা ◈ চরম নাটকীয়তার পর পাকিস্তানের কাছে সুপার ওভারে হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশকে কর্মী নিয়োগ নিয়ে সুখবর দিল সৌদি আরব

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ১০:৩৮ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ ডিসেম্বর বাবরি মসজিদ শিলান্যাস ঘোষণা নিয়ে চরম রাজনৈতিক উত্তেজনা

বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ তম বর্ষপূর্তিতে ৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় মসজিদ তৈরির শিলান্যাসের (ভিত্তি প্রস্তর) ঘোষণা দিয়েছেন বিধায়ক হুমায়ূন কবির। অবশ্য কবির আগেই ঘোষণা দিয়েছিলেন, তিনি পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরি করবেন। শিলান্যাসের কথা জানিয়ে তিনি বলেছেন, তিন বছর লাগবে এই মসজিদ তৈরি করতে। তিনি আরও জানান, ৬ ডিসেম্বর শিলান্যাস অনুষ্ঠানে মুসলিম সমাজের বিশিষ্ট ব্যাক্তি ও ধর্মীয় নেতারা উপস্থিত থাকবেন। একই দিনে বাবরি মসজিদ ধ্বংসের পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেসও সমাবেশের ডাক দিয়েছে। সূত্র: মানবজমিন

তবে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়কের বাবরি মসজিদের শিলান্যাসের ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দলটির মুখপাত্র ইয়াসের জিলানি তীব্র সমালোচনা করে অভিযোগ করেন যে, নির্বাচনী সুবিধার জন্য ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির ঘৃণার রাজনীতির জন্য পরিচিত। তিনি কেবল তুষ্টির জন্য রাজনীতি করেন। তিনি ইচ্ছাকৃতভাবে বাংলায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছেন। তবে কংগ্রেস সাংসদ সুরেন্দ্র রাজপুত বলেন, যদি কেউ মসজিদ, মন্দির, গুরুদ্বোয়ার এবং গির্জা তৈরি করে, তাহলে এতে বিতর্কের  কী আছে? কেন এটিকে বিতর্কের বিষয় করে তোলা হচ্ছে? প্রতিটি ধর্মের নিজস্ব উপাসনালয় তৈরি করার অধিকার রয়েছে।

অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা সাজিদ রশিদী বিজেপির সমালোচনায় বলেছেন, হয়তো তারা বুঝতে পারেন না যে একবার কোনো স্থানে মসজিদ তৈরি হয়ে গেলে, এটি চিরদিনের জন্য মসজিদই থেকে যায়। ভারতে বাবরি মসজিদের নামে শত শত মসজিদ তৈরি হলেও অযোধ্যার মূল বাবরি মসজিদের তাৎপর্য কখনও মুছে ফেলা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়