শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০২:১৭ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালে এভারেস্টের পাদদেশে আটকা শতাধিক পর্যটক

টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে নেপালের এভারেস্ট অঞ্চলে শতাধিক পর্যটক আটকা পড়েছেন। শনিবার (১ নভেম্বর) ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট (উচ্চতা ২৯ হাজার ৩১ ফুট) নেপালের উত্তরপূর্বাঞ্চলীয় কোশি প্রদেশের সোলুখুম্বু জেলার লুকলা অঞ্চলে অবস্থিত। সরকারি সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে লুকলায় টানা বর্ষণ ও তুষারপাত চলছে। মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া এবং কম দৃশ্যমানতার কারণে লুকলা বিমানবন্দরে বিমান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এ সময় বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে বিমান চলাচল বন্ধ থাকায় এভারেস্ট বেস ক্যাম্প ঘুরে ফিরে আসা পর্যটকরা লুকলায় আটকা পড়েছেন। তিনি বলেন, পর্যটনের মৌসুমে প্রতিদিন বহু ফ্লাইট চলাচল করে; কিন্তু এখন সব স্থগিত রাখা হয়েছে। ফলে লুকলা ও আশপাশের হোটেলগুলো পর্যটকে ভরে গেছে, অনেকেই থাকার জায়গা পাচ্ছেন না।

তারা এয়ারলাইন্সের লুকলা বিমানবন্দরের ইনচার্জ অমৃত মাগার জানিয়েছেন, তাদের সংস্থার টিকিট থাকা প্রায় দেড় হাজার পর্যটক বর্তমানে লুকলায় আটকা রয়েছেন। নেপালের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত ভারী বৃষ্টি ও তুষারপাত কমার সম্ভাবনা নেই। তবে আগামী দুদিন কোশিসহ আশপাশের পাহাড়ি এলাকায় আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়