পূর্ব ইংল্যান্ডের কেমব্রিজের কাছে একটি ট্রেনে এক ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে ৯ যাত্রী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। খবর রয়টার্স।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনাটিকে ‘বীভৎস’ বলে আখ্যা দিয়েছেন। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ (বিটিপি) জানিয়েছে, তারা ঘটনার পূর্ণাঙ্গ পরিস্থিতি ও উদ্দেশ্য জানতে তদন্ত করছে এবং সন্ত্রাস দমন পুলিশ এই তদন্তে সহায়তা করছে।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের চিফ সুপারিন্টেনডেন্ট ক্রিস কেসি বলেন, ‘কী ঘটেছে তা নির্ধারণের জন্য আমরা জরুরি ভিত্তিতে তদন্ত চালিয়ে যাচ্ছি, এবং নিশ্চিতভাবে এ সম্পর্কে জানাতে কিছুটা সময় লাগতে পারে।‘
কেমব্রিজশায়ার পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় তাদের কাছে খবর আসে যে, ডনকাস্টার থেকে লন্ডন কিংস ক্রসগামী একটি ট্রেনে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং হান্টিংডনে ট্রেনটি থামানো হয়। সেখানে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।