শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৯:১৩ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মঞ্চে, তেলেঙ্গানার মন্ত্রী হলেন আজহারউদ্দিন

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন তেলেঙ্গানার মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। শুক্রবার (৩১ অক্টোবর) রাজভবনে রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা তাকে শপথবাক্য পাঠ করান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির নেতৃত্বাধীন কংগ্রেস সরকারে আজহারউদ্দিনের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়ালো ১৬ জনে। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কংগ্রেস সরকারের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। এ নিয়োগ এসেছে রাজ্যের গুরুত্বপূর্ণ জুবিলি হিলস বিধানসভা উপনির্বাচনের ঠিক আগে।

শপথ নেওয়ার পর এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আবেগাপ্লুত আজহারউদ্দিন বলেন, মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি সব সময়ই আমার বড় সমর্থক ছিলেন। তার বিশ্বাস ও সমর্থনের কারণেই আমি আজ এই পর্যায়ে এসেছি।

তিনি দিনটির তাৎপর্য তুলে ধরে বলেন, আমার ক্রিকেটে অভিষেক হয়েছিল ৩১ ডিসেম্বর। আজও ৩১ অক্টোবর। মনে হচ্ছে জীবনের যেন পূর্ণ বৃত্ত সম্পন্ন হয়েছে।

রাজনৈতিক চাপ বা জুবিলি হিলস আসনে প্রার্থী না হওয়া প্রসঙ্গে আজহারউদ্দিন বলেন, আমাকে এমএলসি হিসেবে মনোনীত করা হয়েছে। তাই সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়টি গুরুত্বপূর্ণ নয়।

তিনি জানান, রাজ্যপালের কোটায় তার এমএলসি মনোনয়ন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ক্রিকেটার হিসেবে আজহারউদ্দিনের আবেগও ফুটে ওঠে সাক্ষাৎকারে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠা ভারতীয় নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, গতকাল অনুষ্ঠান প্রস্তুতির কারণে ম্যাচটা দেখতে পারিনি। কিন্তু জেমিমাহ দুর্দান্ত ইনিংস খেলেছে। ভারতীয় নারী দলের জন্য আমার শুভকামনা রইল, তারা যেন বিশ্বকাপ জিতে ট্রফি দেশে আনে।

সূত্রের বরাতে এনডিটিভি জানায়, আজহারউদ্দিনকে রাজ্যের ক্রীড়া বা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। রেভন্ত রেড্ডির মন্ত্রিসভায় তিনি সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রথম মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়