শিরোনাম
◈ আনিসুল, রুহুল আমিন ও চুন্নুকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি ◈ তরুণ ভোটারদের পছন্দের শীর্ষে বিএনপি: জরিপ ◈ খালেদা জিয়ার কন্ঠ নকল করে ২৬ কোটি টাকা হাতিয়েছে একটি চক্র (ভিডিও) ◈ জামায়াতসহ ইসলামপন্থি দলগুলো কি নির্বাচন প্রলম্বিত করতে চাইছে ◈ নেপালের বিরু‌দ্ধে দু‌টি আন্তর্জা‌তিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ চিঠিতে মূলত আমার যুক্তিগুলো তুলে ধরি, এটাকে অপব্যাখ্যা করা হয়েছে : ফয়েজ আহমদ তৈয়্যব ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ◈ রাজনৈতিক হস্তক্ষেপ কমলেই ব্যাংক খাতে তৈরি হওয়া ঝুঁকি কমবে: গভর্নর আহসান এইচ মনসুর ◈ এনসিপির নেতাকর্মীর জন্য আমরা সবাই জীবন দিতে প্রস্তুত: হাসনাত আব্দুল্লাহ ◈ প্রকল্প বাস্তবায়নে অনিয়ম: দুর্ভোগ কমানোর বদলে সৌন্দর্য বর্ধনে ব্যস্ত ঠাকুরগাঁও প্রশাসন

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৫, ১২:০১ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প: ১৯৯৯ সালের মাঙ্গা ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলে গেল

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান। জাপানি শিল্পী রিয়ো তাতসুকি ১৯৯৯ সালে প্রকাশিত তার একটি মাঙ্গা (এক বিশেষ ধরনের জাপানি কমিক্স) সিরিজ় ‘দ্য ফিউচার আইস’-এ ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ২০২৫ সালের ৫ জুলাই ভয়ানক ভূমিকম্প হবে জাপানে। তাতসুকির ভবিষ্যদ্বাণী কি সত্যি প্রমাণিত হতে চলেছে? আশ্চর্যজনকভাবে তিনি যে জায়গার কথা বলেছিলেন, ঠিক সেখানেই গত ২ জুলাই মাউন্ট শিনমোয়েদাকি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে। 

গত বুধবার জাপানের স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটে নাগাদ কিয়ুশু ভলক্যানিক রেঞ্জের শিনমোয়েদাকি আগ্নেয়গিরি থেকে ভয়ানক অগ্ন্যুৎপাত হয়। আগুনে মেঘের উচ্চতা পৌঁছয় ৬.৭ কিলোমিটার  উচ্চতা পর্যন্ত। ২০১৮ সাল থেকে ৭ বছর নিষ্ক্রিয় থাকার পরে আবার অগ্ন্যুৎপাত হলো এই আগ্নেয়গিরি থেকে। এর ঠিক একদিন আগেই টোকারা দ্বীপপুঞ্জে ভূমিকম্প অনুভূত হয়েছিল।

রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৫.৫। জাপানের আবহাওয়া দপ্তরের তরফে সতর্কতা জারি করে বাসিন্দাদের বাড়ির মধ্যে থাকার নির্দেশ দেয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এত বড় অগ্ন্যুৎপাতের পর ভারী পাথর গড়িয়ে আসা বা লাভা স্রোত গড়িয়ে আসার মতো ঘটনা ঘটা অত্যন্ত স্বাভাবিক। যদিও এই অগ্ন্যুৎপাতের সম্ভাবনা একেবারে অজানা ছিল, এমনটা নয়।

বুধবারের ভূমিকম্পের পরে জাপানের আবহাওয়া দপ্তর এই অগ্ন্যুৎপাত নিয়ে সতর্কতা জারি করেছিল। অগ্ন্যুৎপাতের একদিন আগে সরকারি স্তরে আলোচনাও হয়। সেই আলোচনাতেও উঠে এসেছিল আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের সম্ভাবনার প্রসঙ্গ।

জারি করা হয় সতর্কতাও। ছাইয়ের কারণে স্থানীয় কিছু বিমান চলাচল ব্যাহত হয়েছে। আরও অগ্ন্যুৎপাত বা আফটারশক প্রতিরোধে সতর্কতা হিসেবে জাপান আবহাওয়া সংস্থা বা জেএমএ সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। ২০১৮ সালে শেষবার এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়। তার আগে ২০১১ সালেও বিধ্বংসী অগ্ন্যুৎপাত হয় এই আগ্নেয়গিরি থেকে।

সাম্প্রতিক জাপানে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল ২০১১ সালে। রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পের ফলে সুনামির উৎপত্তি হয়েছিল। সেই বিপর্যয়ে প্রায় সাড়ে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। ক্ষয়ক্ষতি হয়েছিল বিপুল। ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তিনটি রিঅ্যাক্টর ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২০২৪ সালে ৭.১ মাত্রার ভূমিকম্পে ১৪ জনের মৃত্যুর পর প্রথম মহাকম্প নিয়ে সতর্কতা জারি করেছিল জাপান সরকার। সূত্র: wionews

  • সর্বশেষ
  • জনপ্রিয়