শিরোনাম
◈ আল্লাহ তু‌মি রহম ক‌রো, এ‌শিয়া কা‌পে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ভারত যে‌নো ম‌্যাচ বয়কট ক‌রে: বা‌সিত আ‌লি  ◈ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তি ◈ উইজডেনের সেরা ১৫ টেস্ট সিরিজের দুটিতে বাংলাদেশ ◈ সিঙ্গাপুরে অনেক কম খরচে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ, সময় লাগবে ৪-৬ মাস ◈ এই দীপাবলিতে আপনাদের জন্য দ্বিগুণ আনন্দের ব্যবস্থা করছি: নরেন্দ্র মোদী ◈ ইঁদুর-পোকামাকড় দৌড়াতো, এমন কক্ষে খালেদা জিয়াকে রাখা হয়েছিল: মির্জা আব্বাসের ◈ সন্ত্রাসবাদের মামলায় মালয়েশিয়ায় অভিযুক্ত দুই বাংলাদেশি, হতে পারে ৩০ বছরের কারাদণ্ড ◈ বাংলাদেশে বিপ্লবের এক বছর পর আশা হতাশার দোলাচল: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ পলাতক ব্যক্তির আত্মসমর্পণ ছাড়া  আইনজীবী নিয়োগের সুযোগ নেই ◈ জনগণের সঙ্গে দূরত্ব ঘোচাতে চায় পুলিশ

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫, ১০:১৫ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবর আজম ও রিজওয়ানকে ক্রিকেট ছে‌ড়ে শুধু বিজ্ঞাপন করতে বললেন বা‌সিত আলী

স্পোর্টস ডেস্ক : হতাশার কথাই, ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারলো পাকিস্তান। যেখানে ব্যাট হাতে ব্যর্থ দলের দুই অন্যতম ভরসা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দুজনের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলি। -- ডেই‌লি ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে পাকিস্তান। জেতা ম্যাচে বাবরের ব্যাটে ৬৪ বলে ৪৭ রান, রিজওয়ানের ৬৯ বলে ৫৩।

তবে বাকি দুই ম্যাচে বেশ হতাশই করেছেন। বাবর একটায় 'ডাক' মেরেছেন, অন্যটায় ২৩ বলে ৯ রান। রিজওয়ান এক ম্যাচে ৩৮ বলে করেন ১৬ রান, বাকি ম্যাচে ফেরেন প্রথম বলে আউট হয়ে।

দুই তারকার সমালোচনা করে ইউটিউব চ্যানেলে বাসিত আলি বলেন, 'ক্যারিয়ারের শুরুতে যা পারফর্ম করেছে, এখনও সেসব বেঁচেই খাচ্ছে ওরা। এখন ওদের দিয়ে স্রেফ বিজ্ঞাপন করানো হোক।'

ব্যাটিং কোচের কথা শুনলেও আমলে নেন না বাবর-রিজওয়ান এমন অভিযোগ সাবেক পাকিস্তানি ব্যাটার বাসিতের।

তিনি যেমনটা বলছিলেন, 'ওরা কোচদের কথা শোনে না। ব্যাটিং যখন যা বলে, ওরা স্রেফ শোনার ভান করে। ইনজামাম, ইউসুফ বা ইউনিস খানের মতো কাউকে দরকার ওদের, যে ওদেরকে জাগিয়ে তুলবে। তবে ওরা দুজন জানে, এসব কেউ করবে না, কারণ কাউকেই আগে এসব করতে দেয়নি ওরা।

এশিয়া কাপ কড়া নাড়ছে দুয়ারে। দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনার কমতি নেই। তবেJ বাসিত প্রার্থনা করেন এই দুই দলের ম্যাচ যেন বাতিল হয়। আর তা তে লজ্জার হাত থেকে বাঁচতে পারবে পাকিস্তান।

তার ভাষায়, 'আমি প্রার্থনা করি যে, এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ভারত না খেলে, যেভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে (সাবেকদের আসর) তারা খেলেনি। খেললে ওরা এমনভাবে আমাদের পেটাবে, আপনাদের ধারণার বাইরে তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়