শিরোনাম
◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং' ◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখনও ভয় লাগে সেই ন.গ্ন দৃশ্যের কথা ভাবলে: সৌদি উৎসবে অকপট জেসিকা অ্যালবা

মার্ভেলের ‘ফ্যান্টাস্টিক ফোর’ সিনেমার সু স্টর্ম চরিত্রটি জনপ্রিয় হলেও, এই ছবির একটি নির্দিষ্ট দৃশ্য জেসিকা অ্যালবার জন্য আজও দুঃস্বপ্নের মতো। ২০০৫ সালে মুক্তি পাওয়া ছবিটির ওই দৃশ্যে ব্রিজের ওপর তাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখানো হয়েছিল। প্রায় দুই দশক পর সৌদির মাটিতে দাঁড়িয়ে সেই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালেন এই হলিউড তারকা।

সৌদি আরবের জেদ্দায় রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর চলছে। উৎসবের দ্বিতীয় দিনে নিজের ক্যারিয়ার নিয়ে খোলামেলা আলোচনায় অংশ নেন অ্যালবা। সেখানেই উঠে আসে টিম স্টোরি পরিচালিত ছবিটির সেই ভয়ানক অভিজ্ঞতার কথা।

জেসিকা বলেন, ‘দৃশ্যটি ছিল ভয়ানক। বাস্তব জীবনে এটা আমাকে প্রচণ্ড অস্বস্তিতে ফেলেছিল। কারণ আমি বেশ রক্ষণশীল পরিবারে বড় হয়েছি, নিজেও ব্যক্তিগত জীবনে সংযত। এখনো ওই দৃশ্যের কথা ভাবলে আমার কষ্ট হয়, ভয় লাগে।’

তবে একটি দৃশ্য অপছন্দের হলেও ‘সু স্টর্ম’ চরিত্রটি তার ভীষণ প্রিয়। জেসিকার মতে, সেই সময়ের সুপারহিরো ও অ্যাকশন ছবিতে প্রচলিত লৈঙ্গিক ধারণা ভেঙে দিয়েছিল চরিত্রটি। তিনি বলেন, ‘সে ছিল একাধারে মা-সুলভ ও দয়ালু, আবার একই সঙ্গে দৃঢ়। তখনকার নারী চরিত্রগুলো সাধারণত উদ্ধারের অপেক্ষায় থাকত, কিন্তু সু স্টর্ম ছিল আলাদা। তার নৈতিক অবস্থান ছিল অসাধারণ।’

বর্তমানে জেসিকা নিজেই নেমেছেন প্রযোজনায়। হলিউডের গল্প বলার ধরনে পরিবর্তন আনতে চালু করেছেন ‘লেডি মেটালমার্ক এন্টারটেইনমেন্ট’।

তিনি বলেন, ‘আমি এমন সময়ে বড় হয়েছি যখন গল্পে বৈচিত্র্য কম ছিল। এর জন্য আমি হলিউডকে দোষ দিই না, তবে গল্প বলার ক্ষমতাটা মূলত শ্বেতাঙ্গ পুরুষদের হাতেই ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘নারীরা পরিবারের আয়ের ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করেন। তাই শুধু নারীদের ‘উদ্ধার’-এর গৎবাঁধা গল্প না দেখিয়ে তাদের নেতৃত্বের গল্প সামনে আনা উচিত।’

উৎসবের মঞ্চে নিজের নতুন সিনেমা ‘আ ট্রি ইজ ব্লু’-এর খবরও জানান জেসিকা। ডাকোটা জনসনের এই সিনেমায় তার সঙ্গে আরও আছেন ব্রিটিশ গায়িকা চার্লি এক্সসিএক্স ও ভ্যানেসা বার্গহার্ট। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়