অমর ডি কস্তা, নাটোর জেলা প্রতিনিধি: মাত্র ৮ বছর বয়সে ছেড়ে যেতে হলো এই পৃথিবী। বাড়ির সামনের সড়ক পার হয়ে বন্ধুদের সাথে খেলতে যাচ্ছিলো মুস্তাসিন হক। এ সময় অজ্ঞাত একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায় তাকে।
সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর শনিবার দুপুর ১টার দিকে মারা যায় সে। নিহত মুস্তাসিন নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের গুনাইহাটি মহল্লার মুদী দোকানী এমদাদুল হক টিটুর ছেলে। এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে গুনাইহাটি মহল্লার নিজ বাড়ির সামনে অজ্ঞাত একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়।
স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসলাম হোসেন জানান, মুস্তাসিন স্থানীয় একটি মাদরাসায় পড়াশুনা করতো।
শুক্রবার সকালে তার নিজ বাড়ির সামনেই সড়ক পার হওয়ার সময় তাকে একটি মোটরসাইকেল চাপা দিয়ে দ্রুত চলে যায়। আহত অবস্থায় মুস্তাসিনকে হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক মোটরসাইকেলটি বা তার আরোহীর কোন সন্ধান মেলেনি। তবে খোঁজ নিয়ে জানতে পেরেছি মোটরসাইকেলটি পাবনার ঈশ্বরদী এলাকার দিকে চলে গেছে।
বনপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সুমন চন্দ্র দাস জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। তদুপরি ঘাতক মোটরসাইকেল ও আরোহীকে চিহ্নিত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।