দুবাই দ্রুতই বিশ্বের শীর্ষ ধনীদের প্রধান গন্তব্যে পরিণত হয়েছে। ২০২৫ সালে বৈশ্বিক সম্পদের রেকর্ড ১৫.৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এ সময়ে ধনীদের কেন্দ্র হিসেবে দুবাইয়ের নামই সবচেয়ে বেশি উঠে এসেছে। এমনটাই জানাচ্ছে সুইস আর্থিক প্রতিষ্ঠান ইউবিএস-এর সদ্য প্রকাশিত বিলিয়নেয়ার অ্যামবিশন্স রিপোর্ট ২০২৫। রিপোর্টে বলা হয়েছে, নিরাপত্তা, ব্যবসার সুযোগ, কর সুবিধা এবং উন্নত জীবনমান- এই চার কারণে ধনীরা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি হারে দেশ বদল করছেন। বর্তমানে বিশ্বের ৩৬ ভাগ ধনকুবের কমপক্ষে একবার নিজেদের জন্মভূমি ছেড়ে অন্য দেশে স্থায়ী হয়েছেন। এই তালিকায় শীর্ষ গন্তব্য দুবাই, সিঙ্গাপুর, লন্ডন, নিউইয়র্ক।
রিপোর্টে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত বিশেষত দুবাই এখন পাকিস্তান, ভারত, ইউরোপ এবং সমগ্র এশিয়া থেকে উচ্চ-সম্পদশালী ব্যক্তিদের টেনে আনছে। করমুক্ত ব্যবস্থা, স্থিতিশীল সরকার, শক্তিশালী অর্থনীতি ও আন্তর্জাতিক মানের জীবনযাপন- এগুলো দুবাইকে কোটি-কোটি ডলারের মালিকদের জন্য ভবিষ্যৎ নিরাপদ আশ্রয়ের জায়গায় পরিণত করেছে।
২০২৫ সালে নারী বিলিয়নেয়ারদের সম্পদ বাড়ার হার পুরুষদের তুলনায় দুই গুণ বেশি। পুরুষদের সম্পদ যখন গড়ে ৩ ভাগ বেড়েছে, সেখানে নারীদের বেড়েছে ৮ ভাগেরও বেশি। প্রযুক্তি, ফিন্যান্স এবং নতুন ব্যবসায় বিনিয়োগে নারীরা আরও আত্মবিশ্বাসী হওয়ায় এই প্রবৃদ্ধি ঘটছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
২০২৫ সালে ধনী পরিবারগুলো তাদের উত্তরাধিকারীদের কাছে ২৯৭.৮ বিলিয়ন ডলার হস্তান্তর করেছে- যা ইতিহাসে সর্বোচ্চ। অনেক তরুণ উত্তরাধিকারী তাদের নতুন জীবন ও ব্যবসার কেন্দ্র হিসেবে আমিরাতকে বেছে নিচ্ছেন। এ বছর নিজস্ব চেষ্টায় বিলিয়নেয়াররা বৈশ্বিক সম্পদে আরও ৩৮৬.৫ বিলিয়ন ডলার যোগ করেছেন। যুক্তরাষ্ট্র, এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য- বিশেষ করে আমিরাত ও সৌদি আরব এই বৃদ্ধির প্রধান ক্ষেত্র।
রিপোর্টের পূর্বাভাস অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে বিশ্বের ধনী পরিবারগুলো পরবর্তী প্রজন্মের কাছে প্রায় ৭ ট্রিলিয়ন ডলার স্থানান্তর করবে। এই বিপুল সম্পদ স্থানান্তর ধনীদের আরও বেশি করে দুবাই ও অন্যান্য আর্থিক নিরাপদ অঞ্চলের দিকে আকৃষ্ট করবে।
সূত্র: মানবজমিন