শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১১:০৮ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়েবাড়িতে কনের ট্যাগলাইন অনুরোধ নাকচ করলেন শাহরুখ, ভিডিও ভাইরাল

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, ভরা বিয়েবাড়ির মঞ্চে কনের হাত ধরে দাঁড়িয়ে আছেন শাহরুখ। এমন সময় লাজুক ভঙ্গিতে কনে তাকে অনুরোধ করেন, তামাকজাত দ্রব্যের একটি বিজ্ঞাপনের জনপ্রিয় ট্যাগলাইন একবার বলুন যুবা কেশরী বলার জন্য।

বিয়ে মানেই খুশি। আর সেই খুশি তখনই বেড়ে যায়, সেখানে যদি হঠাৎ মঞ্চে বলিউড বাদশা শাহরুখ খান হাজির হন, তবে অতিথিদের উন্মাদনা বেড়ে যাওয়াটা স্বাভাবিক। সম্প্রতি এক ঝলমলে বিয়েবাড়িতে তেমনই এক মুহূর্ত তৈরি হলো, যখন শাহরুখকে সামনে পেয়ে কনে এক লাজুক আবদার করে বসলেন আর সেই আবদার ঘিরেই তৈরি হয়েছে তুমুল আলোচনা। বিয়ে বাড়ির সেই ভিডিও ভাইরাল হয়েছে।

কনের এমন অনুরোধ শুনে মুহূর্তেই পরিবেশ ঠাণ্ডা করে দেন শাহরুখ। তিনি স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে ওঠেন। সেই সাথে খানিকটা লজ্জাও পান। কিন্তু কনের আবদার রাখেননি। উল্টো মজা করে জবাব দেন, একবার ব্যবসায়ীর সঙ্গে ব্যবসা করলে সে আর পিঁছু ছাড়ে না। গুটখাওয়ালারাও না। প্রতিবার যখন বলি, তখন আমি নিই। বাবাকেও বলে দিও। বাদশার এই কৌশলী জবাবে মঞ্চের বাকি লোকও হেসে ওঠেন। এই ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আর এরপর থেকেই শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। অনুরাগীরা বাদশার বিচক্ষণতার প্রশংসা করেছেন। তাদের যুক্তি, যে বিজ্ঞাপন অতীতে নানা জটিলতা তৈরি করেছিল, সেই ট্যাগলাইন জনসমক্ষে বলা থেকে বিরত থাকাটাই বুদ্ধিমানের কাজ। একজন অনুরাগী লিখেছেন, কনে নাচ করতেই বলতে পারতেন, কিন্তু তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনের ট্যাগলাইন বলার অনুরোধটি ঠিক ছিল না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়