শিরোনাম
◈ ঢাকা–করাচি রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ ◈ ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা, আসছে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস ◈ জমি রেজিস্ট্রেশনে স্বচ্ছতা আনতে নতুন নিয়ম: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর ◈ বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরলো সরকার (ভিডিও) ◈ জয় ও পলকের বিরুদ্ধে আনা তিন অভিযোগে যা আছে ◈ প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা ◈ উত্তরার সাত থানায় নতুন ওসি নিয়োগ: নির্বাচনকে সামনে রেখে বড় রদবদল ◈ লন্ডন থেকে রওনা হচ্ছেন জোবাইদা রহমান, ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে 'বিলম্ব হবে' ◈ যুক্তরাজ্যের বহু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি–পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত, ভর্তিতে বিধিনিষেধ দিয়েছে যারা ◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি!

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৯ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরতি ভেঙে নতুন উদ্যমে ফিরছেন অপু, মিম ও তানিয়া বৃষ্টি

ঢালিউড চলচ্চিত্রে কাছাকাছি সময়ে আগমন ঢাকাই সিনেমার দুই নায়িকা অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা মিমের। ২০০৫ সালে আমজাদ হোসেনের 'কাল সকালে' সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় অপু বিশ্বাসের। অন্যদিকে হুমায়ূন আহমেদের 'আমার আছে জল' দিয়ে ২০০৮ সালে বড় পর্দায় যাত্রা শুরু বিদ্যা সিনহা মিমের। ঢাকাই সিনেমায় বিদেশি নায়িকাদের আধিক্যের পাশাপাশি ছোট পর্দার অভিনেত্রীদের ভিড়ে কোণঠাসা হয়ে পড়েছিলেন তারা। গত দুই বছর কোনো নতুন সিনেমার খবর পাওয়া যায়নি তাদের। তবে বিরতি কাটিয়ে আবার সিনেমা নিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারা। অন্যদিকে প্রায় ছয় বছর পর বড় পর্দায় ফেরার জন্য প্রস্তুত এই সময়ের নাটকের নিয়মিত মুখ তানিয়া বৃষ্টি।

অপু বিশ্বাস সবশেষ অভিনয় করেন তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত 'লাল শাড়ি' সিনেমায়। ২০২২ সালের শেষ দিকে হয়েছিল শুটিং। এটি বানিয়েছিলেন বন্ধন বিশ্বাস। একই পরিচালকের নির্দেশনায় ফিরছেন এই অভিনেত্রী। সিনেমার নাম 'সিক্রেট'। এতে অপুর বিপরীতে দেখা যাবে আদর আজাদকে। এটি হতে যাচ্ছে এই জুটির প্রথম সিনেমা। ডিসেম্বরেই শুরু হবে শুটিং। বড় পর্দায় ফেরার প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, 'কাজে ফিরতে প্রস্তুত আমি। নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছি। দর্শকের প্রত্যাশা মেটাতে সর্বোচ্চ চেষ্টা করব।' শোনা যাচ্ছে, সিক্রেট ছাড়া আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন অপু বিশ্বাস। সেই সিনেমায়ও তার সঙ্গে থাকবেন আদর আজাদ।

গত মাসের শেষ দিকে একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে নতুনভাবে ফেরার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। জানিয়েছেন, নতুন বছরে দর্শকের সঙ্গে দেখা হবে সিনেমা হলে। সে অনুযায়ী এগোচ্ছেন তিনি। ইতিমধ্যে শুরু করেছেন নতুন সিনেমার শুটিং। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় মিমের নায়ক আরিফিন শুভ। এটি এই জুটির তৃতীয় সিনেমা। অ্যাকশন ঘরানার নতুন সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন। ইতিমধ্যে শুটিং সেট থেকে আরিফিন শুভর একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। জানা গেছে, আগামী রোজার ঈদে এই সিনেমার মুক্তির পরিকল্পনা করা হয়েছে। শিগগির
আসবে আনুষ্ঠানিক ঘোষণা। সিনেমা ছাড়া নতুন বছরে ওটিটিতে দেখা যাবে মিমকে। ইতিমধ্যে শেষ করেছেন একটি ওয়েব সিরিজের শুটিং।

২০১৫ সালে আকরাম খানের 'ঘাসফুল' দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এরপর আরও কয়েকটি সিনেমায় অভিনয় করলেও রুপালি পর্দায় সাফল্য পাননি। পরবর্তী সময়ে থিতু হন ছোট পর্দায়। সবশেষ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তানিয়া অভিনীত 'গোয়েন্দাগিরি'। তবে সিনেমাটির শুটিং হয়েছিল আরও দু-তিন বছর আগে। দীর্ঘ বিরতি কাটিয়ে প্রায় অর্ধযুগ পর বড় পর্দায় ফিরছেন এই অভিনত্রী। তাকে দেখা যাবে রায়হান খানের 'ট্রাইব্যুনাল' সিনেমায়। ইতিমধ্যে শেষ হয়েছে সিনেমার শুটিং। কোর্ট রুম ড্রামার সঙ্গে ক্রাইম থ্রিলারের মিশ্রণে তৈরি হয়েছে ট্রাইব্যুনাল সিনেমার কাহিনি। এতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান, মিলন ভট্টাচার্য প্রমুখ। এ তিন তারকার নতুন উদ্যমে ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছেন তাদের অনুরাগীরা।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়