কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সংসার নিয়ে অনেক দিন ধরেই চলছে নানা গুঞ্জন। তাদের বিচ্ছেদ হয়েছে বলে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নানা জল্পনা চলে আসছে। তবে সাম্প্রতিক সময়ে হঠাৎ করে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পরে, মিথিলা ও আইরার একটি ছবি। যা রীতিমতো ভাইরাল।
ছবিটি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, সব সংশয় কাটিয়ে সৃজিত-মিথিলা আবারও এক হয়েছেন এবং মেয়ে আইরাকে নিয়ে ঘুরতে গেছেন। এমনকি অনেকেই ছবিটিকে তাদের ‘পুনর্মিলন’ হিসেবে আখ্যায়িত করেন।
অবশেষে সত্যতা নিশ্চিত হওয়া গেছে আলোচিত এই ছবির। ছবিটি মূলত সাম্প্রতিক সময়ের নয়। এমনক এটি তাদের বিচ্ছেদ গুঞ্জন শুরু হওয়ার সময়ের ছবিও নয়। এই ছবিটি ২০২৪ সালে ডেইলিস্টার তাদের একটি নিউজে ব্যবহার করেছিল। অর্থাৎ এটি আরও আগের তোলা একটি ছবি। তাই সৃজিত-মিথিলা পুনরায় এক হয়েছেন— এমন দাবি ভিত্তিহীন।
অন্যদিকে মিথিলার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে স্যোশাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের আগ্রহ কম নয়। সম্প্রতি এ বিষয়ে অভিনেত্রী এক পডকাস্টে কৌশলী মন্তব্য করেন। সেখানে তিনি বলেছিলেন— '২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি। আমার ভিসা নেই।’ সৃজিত মুখার্জি এখনো তার স্বামী রয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন, এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না। তবে হ্যাঁ, পাসপোর্টে তার নামটিও রয়েছে।
উল্লেখ্য, অভিনেত্রীর এমন কৌশলী উত্তর বিনোদন জগতে এখন বেশ সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক এমন আবহে পুরোনো পারিবারিক ছবি ভাইরাল হওয়ায় নতুন করে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
সূত্র: ইনকিলাব