শিরোনাম
◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি! ◈ এবার নিজের নামে ভুয়া মাহফিলের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারী ◈ গুম মামলার শুনানিতে তাজুল–পান্না বাগবিতণ্ডা, ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ ◈ ইন্ডিগোর কর্মী সংকটে তিন দিনে ৩০০টির বেশি ফ্লাইট বাতিল, দুর্ভোগে হাজারো যাত্রী ◈ প্রতিযোগীদের আগ্রাসী বাজার দখল, বাংলাদেশের রফতানিতে চাপ বাড়ছে ◈ সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির সাফ বার্তা: সময়মতো নির্বাচন চাই ◈ ভোক্তা অধিদপ্তরে কী কী ক্ষেত্রে অভিযোগ করতে পারবেন, কীভাবে করবেন ◈ বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস ◈ হঠাৎ গাড়ি থামিয়ে ‘গুলি কর’ বলতে থাকে তিন ব্যক্তি: রাজস্ব কর্মকর্তার ভাষ্য ◈ ডিএমপি’র ৫০ থানার ওসি পদে রদবদল

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৃজিতের সঙ্গে ভাইরাল ছবিতে ফের মিলনের গুঞ্জন, কী বললেন মিথিলা?

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সংসার নিয়ে অনেক দিন ধরেই চলছে নানা গুঞ্জন। তাদের বিচ্ছেদ হয়েছে বলে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নানা জল্পনা চলে আসছে। তবে সাম্প্রতিক সময়ে হঠাৎ করে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পরে, মিথিলা ও আইরার একটি ছবি। যা রীতিমতো ভাইরাল।

ছবিটি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, সব সংশয় কাটিয়ে সৃজিত-মিথিলা আবারও এক হয়েছেন এবং মেয়ে আইরাকে নিয়ে ঘুরতে গেছেন। এমনকি অনেকেই ছবিটিকে তাদের ‘পুনর্মিলন’ হিসেবে আখ্যায়িত করেন। 

অবশেষে সত্যতা নিশ্চিত হওয়া গেছে আলোচিত এই ছবির। ছবিটি মূলত সাম্প্রতিক সময়ের নয়। এমনক  এটি তাদের বিচ্ছেদ গুঞ্জন শুরু হওয়ার সময়ের ছবিও নয়। এই ছবিটি ২০২৪ সালে ডেইলিস্টার তাদের একটি নিউজে ব্যবহার করেছিল। অর্থাৎ এটি আরও আগের তোলা একটি ছবি। তাই সৃজিত-মিথিলা পুনরায় এক হয়েছেন— এমন দাবি ভিত্তিহীন।

অন্যদিকে মিথিলার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে স্যোশাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের আগ্রহ কম নয়। সম্প্রতি এ বিষয়ে অভিনেত্রী এক পডকাস্টে কৌশলী মন্তব্য করেন। সেখানে তিনি বলেছিলেন— '২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি। আমার ভিসা নেই।’ সৃজিত মুখার্জি এখনো তার স্বামী রয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন, এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না। তবে হ্যাঁ, পাসপোর্টে তার নামটিও রয়েছে।

উল্লেখ্য, অভিনেত্রীর এমন কৌশলী উত্তর বিনোদন জগতে এখন বেশ সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক এমন আবহে পুরোনো পারিবারিক ছবি ভাইরাল হওয়ায় নতুন করে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

সূত্র: ইনকিলাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়