শিরোনাম
◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি! ◈ এবার নিজের নামে ভুয়া মাহফিলের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারী ◈ গুম মামলার শুনানিতে তাজুল–পান্না বাগবিতণ্ডা, ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ ◈ ইন্ডিগোর কর্মী সংকটে তিন দিনে ৩০০টির বেশি ফ্লাইট বাতিল, দুর্ভোগে হাজারো যাত্রী ◈ প্রতিযোগীদের আগ্রাসী বাজার দখল, বাংলাদেশের রফতানিতে চাপ বাড়ছে ◈ সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির সাফ বার্তা: সময়মতো নির্বাচন চাই ◈ ভোক্তা অধিদপ্তরে কী কী ক্ষেত্রে অভিযোগ করতে পারবেন, কীভাবে করবেন ◈ বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস ◈ হঠাৎ গাড়ি থামিয়ে ‘গুলি কর’ বলতে থাকে তিন ব্যক্তি: রাজস্ব কর্মকর্তার ভাষ্য ◈ ডিএমপি’র ৫০ থানার ওসি পদে রদবদল

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৬ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১০:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবল কিংবদন্তি কাফুর সঙ্গে ডিনারে অংশ নেওয়া যাবে ৫০ হাজার টাকায়

গত মঙ্গলবার ঢাকায় এসেছে ব্রাজিলের ক্লাব সাও বার্নাদো এবং গতকাল এসেছে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ফুটবল ক্লাব। আগামীকাল ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে এএফবি লাতিন বাংলা সুপার কাপ ফুটবল। তিন ম্যাচের খেলা। ব্রাজিল, আর্জেন্টিনার সঙ্গে যুক্ত হবে বাংলাদেশের একটি দল। নাম দেওয়া হয়েছে রেড গ্রিন ফিউচার স্টার। দুটি করে ম্যাচ হবে। প্রতি ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে। 

আগামীকাল ব্রাজিলের সাও বার্নার্দো এবং রেড গ্রিন ফিউচার স্টার, ৮ ডিসেম্বর আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ও বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার এবং ১১ ডিসেম্বর ব্রাজিলের সাও বার্নার্দো ও আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন মুখোমুখি হবে। শেষ দিনে ঢাকায় আসার কথা রয়েছে বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি ব্রাজিলের সাবেক তারকা কাফু এবং আর্জেন্টিনার ক্যানিজিয়ার। তারা ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচে মাঠে থাকবেন বলে জানানো হয়েছিল, তবে এই দুই সাবেক তারকা ঢাকায় পা না রাখা পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না। 

তবে আয়োজক সূত্রে জানা গেছে কাফু আসছেন। তাকে ঘিরে দর্শকের জন্য গালা ডিনারের ব্যবস্থা করা হয়েছে, ১১ ডিসেম্বর রাতে। কাফুর সঙ্গে ডিনার করতে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর আর্জেন্টাইন ফুটবলার ক্যানিজিয়া যদি আসেন, তাহলে তিনিও একই ডিনারে থাকবেন। একই টিকিট মূল্য থাকবে। সাধারণ গ্যালারির টিকিট মূল্য ১ হাজার টাকা। কুইকেট অনলাইনে টিকিট পাওয়া যাবে। 

১১ ডিসেম্বর ব্রাজিল-আর্জেন্টিনার ক্লাব ম্যাচে কাফু এবং ক্যানিজিয়া খানিকটা সময় খেলবেন কি না সেটাও নিশ্চিত হয়নি। তবে আয়োজক প্রতিষ্ঠান এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান জানিয়েছিলেন খেলানোর জন্য তিনি চেষ্টা করবেন।

বাংলাদেশে খেলতে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। বাংলাদেশে আসার আমন্ত্রণ পেয়ে দারুণ খুশি। কারণ এখানে আর্জেন্টিনার কোটি কোটি ফুটবল ভক্ত রয়েছে। তাদের কথা আর্জেন্টিনায় বসে শুনেছেন। টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন একটা উপলক্ষ্য ধরে বাংলাদেশে আসতে পেরেছি।' লাতিন বাংলা ফুটবল টুর্নামেন্টে খেলার জন্য বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার দল প্রস্তুতি শুরু করেছে। দেশি এবং প্রবাসী ফুটবলারদের নিয়ে এই দল গঠন করা হয়েছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়