শিরোনাম
◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি! ◈ এবার নিজের নামে ভুয়া মাহফিলের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারী ◈ গুম মামলার শুনানিতে তাজুল–পান্না বাগবিতণ্ডা, ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ ◈ ইন্ডিগোর কর্মী সংকটে তিন দিনে ৩০০টির বেশি ফ্লাইট বাতিল, দুর্ভোগে হাজারো যাত্রী ◈ প্রতিযোগীদের আগ্রাসী বাজার দখল, বাংলাদেশের রফতানিতে চাপ বাড়ছে ◈ সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির সাফ বার্তা: সময়মতো নির্বাচন চাই ◈ ভোক্তা অধিদপ্তরে কী কী ক্ষেত্রে অভিযোগ করতে পারবেন, কীভাবে করবেন ◈ বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস ◈ হঠাৎ গাড়ি থামিয়ে ‘গুলি কর’ বলতে থাকে তিন ব্যক্তি: রাজস্ব কর্মকর্তার ভাষ্য ◈ ডিএমপি’র ৫০ থানার ওসি পদে রদবদল

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৪ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১০:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কায় বন্যার্তদের উদ্ধারে ভারতীয় বিমানবাহিনীর অভিযান, উদ্ধার হলেন ৩ বাংলাদেশিও

ঘূর্ণিঝড় ডিটওয়াহের জেরে শ্রীলংকায় ভয়াবহ বন্যায় আটকে পড়াদের উদ্ধারে দেশটির সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করছে ভারতীয় বিমানবাহিনী। এরই মধ্যে ১০টি দেশের ৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিন বাংলাদেশিও আছেন। 

উদ্ধার হওয়াদের মধ্যে শ্রীলংকার ১৪ জন, ১২ ভারতীয়, ছয়জন বেলারুশের, পাঁচজন ইরানের, চারজন দক্ষিণ আফ্রিকার, পোল্যান্ডের তিনজন, তিনজন বাংলাদেশি, জার্মানির দুই, স্লোভেনিয়ার দুই, যুক্তরাজ্যের দুই, অস্ট্রেলিয়ার এক এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন। 

ঘূর্ণিঝড় ডিটওয়াহের পর ২৮ নভেম্বর শ্রীলংকায় জরুরি সহায়তার জন্য অপারেশন ‘সাগর বন্ধু’ শুরু করে ভারত।

শ্রীলংকা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ভারত সরকার তাৎক্ষণিকভাবে কলম্বোতে দুটি ভারতীয় নৌবাহিনীর জাহাজ থেকে ৯ দশমিক ৫ টন জরুরি ত্রাণ সরবরাহ করে। এতে তাঁবু, ত্রিপল, কম্বল, স্বাস্থ্যকর খাবারের কিট, খাওয়ার জন্য প্রস্তুত খাবার, ওষুধ, অস্ত্রোপচারের সরঞ্জামসহ আরও ৩১ দশমিক ৫ টন ত্রাণ পাঠানো হয়েছে। 

এ ছাড়া তিনটি ভারতীয় বিমানবাহিনীর বিমানসহ পাঁচজনের চিকিৎসক দল ও উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর ৮০ জনের বিশেষ নগর অনুসন্ধান ও উদ্ধার দল পাঠানো হয়েছে। ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুকন্যা আরও ১২ টন ত্রাণ সরবরাহ করে। 

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়