কুয়েতে আগামী ১৫ ডিসেম্বর থেকে মাদকবিরোধী নতুন আইন কার্যকর হতে যাচ্ছে। এই আইনে মাদকপাচার, ব্যবহার ও সংশ্লিষ্ট গুরুতর অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডসহ সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা হয়েছে।
এক বিবৃতিতে কুয়েতের সরকার জানিয়েছে, নিম্নোক্ত পরিস্থিতিতে মৃত্যুদণ্ড প্রযোজ্য হবে।
• মাদক-সংক্রান্ত অপরাধ সংঘটনে কোনো সংগঠন বা গ্যাং প্রতিষ্ঠা বা পরিচালনা করা।
• জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে অন্যকে মাদক সেবনে বাধ্য করা বা অজান্তে মাদক সরবরাহ করে মৃত্যু ঘটানো।
• অন্যের শরীরে মাদক প্রয়োগ করে তাকে দোষী সাব্যস্ত করা বা প্রমাণ গোপন করার উদ্দেশ্যে ফাঁসানো।
• একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি।
• নাবালক বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে মাদক ব্যবহার করানো।
• কারাগার, থানা, পুনর্বাসন কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, উপাসনালয় বা স্পোর্টস ক্লাবে মাদক অপরাধ সংঘটন।
• সরকারি পদ বা ক্ষমতার অপব্যবহার করে মাদক-সম্পর্কিত অপরাধ।
• ব্যক্তিগত ব্যবহারের জন্য নাবালকের কাছে মাদক বা সাইকোট্রপিক পদার্থ সরবরাহ।
বিবৃতিতে উল্লেখ করেছে, সমাজকে মাদকমুক্ত করা ও অপরাধ দমনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে এই কঠোর আইন কার্যকর করা হচ্ছে।
তথ্যসূত্র: আরব টাইমস, সময়