শিরোনাম
◈ ঢাকা–করাচি রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ ◈ ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা, আসছে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস ◈ জমি রেজিস্ট্রেশনে স্বচ্ছতা আনতে নতুন নিয়ম: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর ◈ বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরলো সরকার (ভিডিও) ◈ জয় ও পলকের বিরুদ্ধে আনা তিন অভিযোগে যা আছে ◈ প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা ◈ উত্তরার সাত থানায় নতুন ওসি নিয়োগ: নির্বাচনকে সামনে রেখে বড় রদবদল ◈ লন্ডন থেকে রওনা হচ্ছেন জোবাইদা রহমান, ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে 'বিলম্ব হবে' ◈ যুক্তরাজ্যের বহু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি–পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত, ভর্তিতে বিধিনিষেধ দিয়েছে যারা ◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি!

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৯ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়া বচ্চনের মন্তব্যে ক্ষুব্ধ পাপারাজ্জিরা, বচ্চন পরিবারকে বয়কটের ডাক

বলিউড অভিনেত্রী ও প্রবীণ রাজনীতিক জয়া বচ্চনের আপত্তিকর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে উঠেছে মুম্বাইয়ের প্রথম সারির পাপারাজ্জিরা। সম্প্রতি এক অনুষ্ঠানে পাপারাজ্জি ও সাংবাদিকদের উদ্দেশে ‘নোংরা জামাকাপড়’ ও ‘শিক্ষাগত যোগ্যতা’ নিয়ে প্রশ্ন তোলায় তারা সম্মিলিতভাবে বচ্চন পরিবারকে বয়কটের ডাক দিয়েছেন। 

জয়া বচ্চন বরাবরই ছবিশিকারিদের প্রতি তার বিরক্তি প্রকাশ করে থাকেন। সম্প্রতি ‘উই দ্য ওম্যান’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি পাপারাজ্জিদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘নোংরা জামাকাপড় পরে চলে আসে, হাতে চারটে মোবাইল, ক্যামেরা। এরা কারা? এদের কি কোনো শিক্ষাগত যোগ্যতা রয়েছে?’ তিনি আরও মন্তব্য করেছিলেন, ‘সাংবাদিকতা মানে তারকাদের জমায়েতে ফোন হাতে পৌঁছে যাওয়া নয়। হাতে ক্যামেরা থাকলেই নিজেদের সাংবাদিক বলা যায় না। এর জন্য পড়াশোনার প্রয়োজন।’

প্রবীণ অভিনেত্রীর এহেন শব্দচয়ন নিয়ে আপত্তি তুলেছেন প্রথম সারির পাপারাজ্জিরা। ভারতীয় গণমাধ্যমকে তারা বলেন, অমিতাভ বচ্চন প্রতি রবিবার জলসার বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করলে মূলধারার সংবাদমাধ্যম সে খবর না দেখালেও তারা ঠিকই পৌঁছে যান।

পাপারাজ্জিদের অভিযোগ, জয়া বচ্চন 'প্যাপস' বলে যাদের আক্রমণ করেছেন, সেই তালিকায় ইউটিউবার, ভ্লগার ও অনুরাগীরাও রয়েছেন। তাদের কথায়, কাউকে এতটাও খারাপভাবে বলা উচিত নয়। তাই আত্মসম্মান বজায় রাখতে নিজেদের সহকর্মীদের প্রতি তারা বচ্চন পরিবারকে বয়কট করার আহ্বান জানিয়েছেন। 

যদিও বলিউডের তারকা পরিবারগুলোর মধ্যে বচ্চনরা অন্যতম হওয়ায় পাপারাজ্জিরা শেষ পর্যন্ত সেই পথে হাঁটেন কি না, তা সময়ই বলবে।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়