আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ দল) হলো গণতন্ত্রের জন্য ভাইরাস বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (০৫ ডিসেম্বর) রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে জনসংযোগ শেষে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এই ভাইরাসের বিদায় হয়েছে। বাংলাদেশে এখন সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৬-১৭ বছরের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
এ সময় সালাহউদ্দিন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আগামী এক দেড় বছরের মধ্যে মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর বাস্তবায়ন করবে।