শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৫ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুজেপ নির্বাচন দুই চেয়ারম্যানসহ ৮৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রতীকি ছবি

শাহাজাদা এমরান, কুমিল্লা: আসন্ন জেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিনে কুমিল্লায় ২জন চেয়ারম্যানসহ সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মোট ৮৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৩ টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলে এ মনোনয়ন জমা। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু ও স্বতন্ত্র প্রার্থী দুলাল মিয়া মনোনয়ন জমা দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমান বাবলু তার মনোনয়নপত্র জমা দেন রিটানিং কর্মকর্মতা জেলা প্রশাসক মোহাম্মদ কারুল হাসানের নিকট।

এ সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, লাকসাম উপজেলা চেয়ারম্যান ইউনুছ ভুইয়া,সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল,সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল বাই বাবলুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের তথ্যমতে, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্যের ১৭টি পদে ৬৪ জন ও সংরক্ষিত সদস্য ৬টি পদে ২০ জন মনোনয়ন জমা দিয়েছেন।

এ দিকে একাধিক ওয়ার্ডে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদের নির্বাচন। কুমিল্লা জেলায় মোট ভোটার সংখ্যা ২৬৮০ জন।

পুরুষ ২০৫৩ এবং নারী ভোটার রয়েছেন ৬২৭ জন। চেয়ারম্যান পদে তিনজন  মনোনয়নপত্র সংগ্রহ করলে উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমি জমা দেননি। সম্পাদনা: আল আমিন 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়