শিরোনাম
◈ মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ◈ শান্তি ও সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণে জাতিসংঘকে হতে হবে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক: ড. মুহাম্মদ ইউনূস ◈ ওমরাহ যাত্রায় এখন থেকে রিটার্ন টিকিট বাধ্যতামূলক: নতুন নির্দেশনায় কড়াকড়ি সৌদি কর্তৃপক্ষের ◈ আগামী নির্বাচনে যাদের জয়ী হবার কোনো সম্ভবনা নেই তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মির্জা আব্বাস ◈ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই: সুপ্রদীপ চাকমা ◈ শাহবাগে আর্থিক লেনদেন বিরোধে এনসিপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’ ◈ সাবেক স্ত্রীকে ‘মোটা’ বলায় আদালতে জরিমানা, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ◈ ভারতের পর আফগা‌নিস্তানও পাকিস্তানকে পা‌নি দেবে না, বাঁধ দিচ্ছে নদীতে

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ০৮:৪৮ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ল্যাপটপ অতিরিক্ত গরম হলে শরীরের যেসব ক্ষতি হতে পারে

অফিসের কাজ, অনলাইন ক্লাস বা বিনোদন—সবকিছুতেই এখন ল্যাপটপ অপরিহার্য। কিন্তু অনেকেই খেয়াল করেন না, দীর্ঘসময় ব্যবহার করলে এই যন্ত্রটি অতিরিক্ত গরম হয়ে ওঠে। আর সেই তাপ কেবল ল্যাপটপের ক্ষতি করে না, আপনার শরীরেও ফেলতে পারে মারাত্মক প্রভাব। বিশেষ করে যারা কোলে রেখে ল্যাপটপ ব্যবহার করেন, তারা অজান্তেই বিভিন্ন শারীরিক ঝুঁকির মুখে পড়ছেন।

শরীরের যেসব ক্ষতি হয়—

ত্বকে ফুসকুড়ি বা দাগ : গরম ল্যাপটপ কোলে রেখে দীর্ঘসময় কাজ করলে ত্বকে লালচে দাগ বা ফুসকুড়ি দেখা দিতে পারে। চিকিৎসাবিজ্ঞানে একে Toasted Skin Syndrome বলা হয়। এই দাগ স্থায়ীভাবেও থেকে যেতে পারে যদি বারবার একইভাবে ব্যবহার করা হয়।

পায়ের চামড়া পুড়ে যাওয়া : ল্যাপটপের নিচের অংশে তাপমাত্রা কখনো কখনো ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যেতে পারে।

এতে ত্বকে জ্বালা, পুড়ে যাওয়া বা সাময়িক পোড়াভাব দেখা দিতে পারে।

মেরুদণ্ড, ঘাড় ও পিঠে ব্যথা : সোফায় বা বিছানায় কাত হয়ে ল্যাপটপ ব্যবহার করলে শারীরিক ভঙ্গি নষ্ট হয়। ফলে ঘাড়, কোমর ও মেরুদণ্ডে ব্যথা দেখা দেয়। অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পিঠব্যথার কারণও হতে পারে ভুল ভঙ্গিতে ল্যাপটপ ব্যবহার।

প্রজননক্ষমতা হ্রাসের ঝুঁকি : গবেষণায় দেখা গেছে, পুরুষদের ক্ষেত্রে দীর্ঘসময় কোলে গরম ল্যাপটপ রাখলে স্পার্ম কাউন্ট বা মানে প্রভাব পড়তে পারে। অতিরিক্ত তাপ প্রজনন অঙ্গের আশপাশে তাপমাত্রা বাড়িয়ে দেয়, যা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

কিভাবে নিরাপদ থাকবেন

• ল্যাপটপ সবসময় টেবিলে ব্যবহার করুন : কোলে না রেখে টেবিল বা ডেস্কে রাখলে তাপ শরীরের সংস্পর্শে আসে না।

•কুলিং প্যাড বা কুলিং টেবিল ব্যবহার করুন : অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে রাখার জন্য এটি খুব কার্যকর।

• তাপনিরোধক কুশন ব্যবহার করুন : প্রয়োজনে কোলে রাখলে নিচে তাপনিরোধক প্যাড রাখুন।

• ল্যাপটপের ফ্যান ও ভেন্ট পরিষ্কার রাখুন : বাতাস চলাচলে বাধা পেলে যন্ত্র দ্রুত গরম হয়ে যায়।

অতিরিক্ত চার্জে চালাবেন না : প্রয়োজনের চেয়ে বেশি সময় চার্জ দিয়ে চালালে ব্যাটারি গরম হয়ে যায়।

• অতিরিক্ত গরম হলে বন্ধ করে দিন কিছুক্ষণ : ল্যাপটপের তাপমাত্রা বেড়ে গেলে একটু বিশ্রাম দিন—এতে যন্ত্র ও শরীর দুটোই সুরক্ষিত থাকবে। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়