কুমিল্লায় পূর্ববিরোধকে কেন্দ্র করে হতদরিদ্র এক পরিবারের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে প্রভাবশালীরা। জেলার সদর দক্ষিণ উপজেলার উলুইন গ্রামে এ ঘটনা ঘটেছে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ সেলিম। এর আগে বুধবার রাতে ওই গ্রামের বিল্লাল হোসেনের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়।
এদিকে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করতে আসেন ভিকটিম পরিবার। এ সময় প্রভাবশালীদের চাপে মামলা নেয়নি পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার রাতে উলুইন গ্রামে বিল্লাল হোসেন তার স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। পূর্ববিরোধকে কেন্দ্র করে হঠাৎ ওই এলাকার মো. নজরুল (৩৫), খোকন মিয়া (৫৩), মো. হালিমসহ (৩৯) অজ্ঞাতনামা ৩-৪ জন মিলে বিল্লাল হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের মারধর করে ঘর থেকে বের করে দিয়ে বাড়িঘর ভাঙচুর পরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ওই হতদরিদ্র পরিবারের বাড়িঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এলেও ততক্ষণে ওই অসহায় বিল্লালের স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ভিকটিম বিল্লাল হোসেন বলেন, বুধবার রাতে আমি স্ত্রী সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলাম। এ সময় হঠাৎ নজরুল, খোকন মিয়া, হালিমসহ ৪-৫ জনে আমার ঘরে ভাঙচুর শুরু করলে আমি স্ত্রী-সন্তানদের নিয়ে জীবন রক্ষা করি। পরে তারা পেট্রল ঢেলে আমার ঘরে আগুন ধরিয়ে দেয়। তাদের সঙ্গে আমার পূর্ববিরোধ রয়েছে। একাধিকবার সালিশ দরবারও হয়েছে। বৃহস্পতিবার রাতে এ বিষয়ে থানায় মামলা করতে গেলে এএসআই সুলেমান বাদশা আমাকে ওসি সাহেবের রুমে ঢুকতে দেয়নি। তবে অভিযোগ অস্বীকার করেছেন এএসআই সোলেমান বাদশা।
সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভিকটিম পরিবার আমার কাছে এলে আমি তাদের আইনি সহায়তা দেব।
এ বিষয়ে মো. নজরুল, খোকন মিয়া এবং মো. হালিম তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি বিল্লালের পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে ওই ঘটনাটি ঘটেছে। সে প্রতিহিংসা করে আমাদের ওপর দায় চাপাতে চাচ্ছে। সূত্র: যুগান্তর