শিরোনাম
◈ লুট হওয়া ৫০০ ভরি স্বর্ণের ১৯০ ভরি উদ্ধার, যেভাবে উদ্ধার হলো (ভিডিও) ◈ তুরস্ক-বাংলাদেশ বিমান প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশে তোলপাড় ◈ দুই জ‌নের ম‌ধ্যে আড়াই ঘণ্টার ফোনালাপ, ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের ◈ দেশের রাজনৈতিক গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কূটনীতিকরা ◈ ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশি ছিলেন চোরাচালানকারী: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়  ◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায়

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০৭:৫৫ বিকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অক্টোবর মাসেই টানা ৪ দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা

সরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটির পাশাপাশি রয়েছে ঐচ্ছিক ছুটির সুযোগ। যদিও নামমাত্র ‘ঐচ্ছিক’, বাস্তবে এটি নির্দিষ্ট নিয়ম ও অনুমোদনের মাধ্যমে গ্রহণ করা যায়। ধর্মীয় পর্ব অনুযায়ী সরকারি কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, প্রতি বছর নিজ ধর্ম অনুযায়ী ছুটি নেওয়ার দিনগুলো বাৎসরিক ছুটির পঞ্জিতে নির্ধারিত থাকে।

ঐচ্ছিক ছুটি গ্রহণের জন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। সাধারণ ছুটি কিংবা সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে এ ছুটি নেওয়ার সুযোগও থাকে।

চলতি মাসেই মিলছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

চলতি অক্টোবর মাসে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারীরা পাচ্ছেন টানা ছুটির সুবর্ণ সুযোগ। ২০ অক্টোবর সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী শ্যামা পূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে।

এই দিনটি সোমবার, যার আগে রয়েছে ১৯ অক্টোবর রোববার কর্মদিবস এবং তার আগে ১৭ অক্টোবর শুক্রবার ও ১৮ অক্টোবর শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি। সেক্ষেত্রে, যারা ২০ অক্টোবর সোমবার ঐচ্ছিক ছুটি নেবেন এবং সঙ্গে ১৯ অক্টোবর রোববার ১ দিনের ছুটি নিতে পারবেন; তারা ১৭, ১৮, ১৯ ও ২০ অক্টোবর টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন।

কোন ধর্মে কত দিনের ঐচ্ছিক ছুটি?

মুসলিম কর্মচারীরা ৫টি ধর্মীয় পর্বে মোট ৫ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন ছুটি নিতে পারবেন।

হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৮টি পর্বে ৯ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন।

খ্রিস্টান ধর্মের জন্য ৭টি পর্বে ৮ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ৬টি পর্বে ৭ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন।

ছুটি নিতে হলে কী করতে হবে?

ঐচ্ছিক ছুটি নেওয়ার জন্য অবশ্যই—

বাৎসরিক ছুটির তালিকায় উল্লিখিত ধর্মীয় পর্বের মধ্যে হতে হবে।                                                                                                                                    পূর্বানুমোদন নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে।
ছুটি সাপ্তাহিক ছুটি বা সাধারণ ছুটির সঙ্গে যুক্ত করে নেওয়া যেতে পারে।

এই ছুটি কেবলমাত্র হিন্দু ধর্মাবলম্বী কর্মচারীদের জন্য প্রযোজ্য, যাদের বাৎসরিক ছুটির তালিকায় মহালয়ার দিনটি অন্তর্ভুক্ত রয়েছে এবং যারা আগেই ঐচ্ছিক ছুটির অনুমোদন নিয়েছেন।

আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবী হয়ে থাকেন এবং এখনো অনুমোদন না নিয়ে থাকেন, তাহলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এখনই প্রস্তুতি নিতে পারেন এই টানা তিন দিনের ছুটি উপভোগের জন্য। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়