শিরোনাম
◈ লুট হওয়া ৫০০ ভরি স্বর্ণের ১৯০ ভরি উদ্ধার, যেভাবে উদ্ধার হলো (ভিডিও) ◈ তুরস্ক-বাংলাদেশ বিমান প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশে তোলপাড় ◈ দুই জ‌নের ম‌ধ্যে আড়াই ঘণ্টার ফোনালাপ, ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের ◈ দেশের রাজনৈতিক গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কূটনীতিকরা ◈ ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশি ছিলেন চোরাচালানকারী: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়  ◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায়

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তির ১৫ দিনে রেকর্ড আয়, ৫০০ কোটির প্রান্তে ঋষভ শেঠির ‘কানতারা চ্যাপটার ১'

হিন্দুস্তান টাইমস: ঋষভ শেঠির কন্নড় সিনেমা ‘কানতারা: চ্যাপটার ১’ মুক্তির দুই সপ্তাহ পরও বক্স অফিসে ঝড় তুলছে এবং ছবিটি বক্স অফিসে এখনো দাপট দেখাচ্ছে। শিল্পবিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ১৫তম দিনে ছবিটি ভারতে আয় করেছে ৮.৮৭ কোটি রুপি, যার ফলে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ৪৮৫.৩২ কোটি রুপি। 

ধারণা করা হচ্ছে, এই সপ্তাহান্তেই ছবিটি ৫০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে। ছবিটি প্রথম সাত দিনে রেকর্ড ৩৩৭.৪ কোটি রুপি আয় করেছিল, যদিও দ্বিতীয় সপ্তাহে সেটি ১৪৭.৮৭ কোটিতে নেমে আসে, যা প্রায় ৫০ শতাংশেরও বেশি পতন। তবুও মোট আয় বিবেচনায় ছবিটি এখন ৭০০ কোটির পথে দ্রুত এগোচ্ছে।

আগামী সপ্তাহে বাড়তি ছুটির সুযোগে আয় আরও বাড়ার সম্ভাবনা থাকলেও সামনে অপেক্ষা করছে বড় প্রতিদ্বন্দ্বিতা। মুক্তি পেতে চলেছে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত নতুন ছবি ‘থাম্মা’, যা মাডক প্রযোজিত জনপ্রিয় হরর কমেডি ইউনিভার্সের সর্বশেষ সংযোজন। ফলে দীপাবলির পরের সপ্তাহে বক্স অফিসে এক জমজমাট লড়াই দেখা যেতে পারে।

এই অভূতপূর্ব সাফল্যের পর ঋষভ শেঠি জানিয়েছেন, তিনি কৃতজ্ঞতা জানাতে কাশী বিশ্বনাথ মন্দিরে যাবেন এবং 'কানতারা: চ্যাপটার ১'-এর এই সাফল্যকে তিনি ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখছেন। ঋষভ শেঠির মতে, ছবিটি শুধু দক্ষিণ ভারতে নয়, সারা দেশেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে এর চিত্রনাট্য, লোককথার ছোঁয়া, আর ভিজ্যুয়াল গাঁথুনির কারণে।

‘কানতারা: চ্যাপটার ১’ আসলে জনপ্রিয় ‘কানতারা’ সিনেমার প্রিকুয়েল। আগের ছবিটির অনন্য সাফল্যের পর দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া ছিল, এবং ঋষভ শেঠি যেন সেই প্রত্যাশারও ঊর্ধ্বে চলে গেছেন। ছবিটি ইতিহাস, মিথ ও লোকজ বিশ্বাসের মেলবন্ধনে গড়ে ওঠা এক শক্তিশালী পিরিয়ড অ্যাকশন ড্রামা, যেখানে ঋষভ আবারও তার পরিচালনা ও অভিনয়-দক্ষতার পরিচয় দিয়েছেন।

ইন্ডিয়া টুডে তাদের রিভিউতে ছবিটির প্রশংসা করে লিখেছে, 'ছবির প্রিকুয়েল অংশের ক্লাইম্যাক্স ও গুলিগা দৃশ্যগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। এগুলো বহুবার দেখার মতো।' তারা আরও উল্লেখ করে, 'অভিনয়ে ঋষভ একেবারে প্রকৃতির শক্তি, যেন চরিত্রের মধ্যে তিনি নিজেই এক রহস্যে রূপ নিয়েছেন। ছবির চিত্রায়ণ এতই আকর্ষণীয় ও গল্প এতই মুগ্ধকর, যে কেউ অবধারিতভাবে হারিয়ে যায় ঋষভের তৈরি করা সিনেমা দুনিয়া।' অনুবাদ: দৈনিক ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়