ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পটুয়াখালির মির্জাগঞ্জ থানার কাঠালতলী মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তুর্কি-ভিত্তিক মানবিক সহায়তা সংস্থা আইএইচএইচ (Humanitarian Relief Foundation)-এর বেলজিয়ামের প্রেসিডেন্ট আদনান ইয়ালদিজ।
পরিদর্শনকালে তারা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এছাড়া বিদ্যালয়ের অবস্থা ও শিক্ষার মান সম্পর্কে খোঁজ-খবর নেন।