কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১১ রোহিঙ্গাকে আটক করেছে বালাদেশ বর্ডার গার্ড।
১৭ অক্টোবর'২৫ শুক্রবার সকালের তাদের আটক করা হয়। আটককৃতরা যথাক্রমে, উখিয়ার কুতুপালং ক্যাম্পের রবিউল ইসলাম(২৪), রাজিয়া বেগম (২১), আড়াই বছরের শিশু নুর সাহিদা, শফিউল্লাহ(১৮), নুরনবী(১৫), বালুখালি ক্যাম্পের আমিনা বেগম (৩৫), আব্দুল আজিজ(১৫), রিফা খাতুন(৯), আবু(৭), সাফা(৬), কলাতলীর ইমান আলী ও ইসমাইল আজাদ(৪৮)।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শুক্রবার সকালের দিকে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট-কচাকাটাগামী রাস্তার মধ্যে তারা ঘোরা ফেরা করতে থাকেন। এ সময় সোনাহাট বিজিবি ক্যাম্পের টহলরত বিজিবি দল তাদের সন্দেহজনক ভাবে আটক করে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রায় আট বছর আগে তারা কক্সবাজারের উখিয়ার বালুখালি এবং কুতুংপালং ক্যাম্প থেকে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যাওয়ার পর হায়দ্রাবাদের কাঞ্চনবাগ এলাকায় তারা অবস্থান গ্রহণ করে। তাদের পরিবারের অন্য সদস্যরা এখনো কক্সবাজারের ওই ক্যাম্পগুলোতে অবস্থান নিয়ে আছে বলে তারা জানায়।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি ১১ জনকে থানায় নিয়ে এসেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।