শিরোনাম
◈ পা‌কিস্তা‌নের বিমান হামলায় আফগানিস্তানে  তিন ক্রিকেটারসহ নিহত ৮, নিন্দা আফগান ক্রিকেট বো‌র্ডের ◈ ইসরা‌য়ে‌লে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ, আমেরিকাই গাজা যুদ্ধের মূল স্থপতি: গ‌বেষণা ◈ ও‌য়েস্ট ই‌ন্ডিজ থে‌কে বাংলাদেশ অ‌নেক শ‌ক্তিশালী: কোচ ড‌্যা‌রেন স্যামি  ◈ ক্রিকে‌টে আগামী বছর থে‌কে চালু হচ্ছে টেস্ট-টোয়েন্টি ◈ ছি‌লেন বিমানচালক এখন জিম্বাবুয়ে দলে অলরাউন্ডার নাকভি ◈ চাইনিজ তাইপের কাছে হেরে গে‌লো বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ সই হলো জুলাই সনদ, সংশয় কি কাটলো? ◈ পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে হামলা-লুটপাট, ভিডিও ভাইরাল ◈ চট্টগ্রামে ৮ কারখানা বন্ধ ঘোষণা ◈ ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, এক সপ্তাহে ১৯ জনের মৃত্যু

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০৮:০৮ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশি ছিলেন চোরাচালানকারী: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় 

ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিক গণপিটুনিতে গত ১৫ অক্টোবর নিহত হন। তিন বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার সেই ঘটনার প্রেক্ষিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

ভারত সরকারের উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানায় ‘এই জঘন্য অপরাধ মেনে নেওয়া যাবে না। এটি মানবাধিকার এবং আইনের শাসনের লঙ্ঘন।’ এমন ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৭ অক্টোবর) গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিহত বাংলাদেশি নাগরিকদের ‘চোরাচালানকারী’ হিসেবে উল্লেখ কর বলেছেন, ‘গরু চুরির চেষ্টা করেছিল তারা।’ জয়সওয়াল বলেন, ‘আমরা জানতে পেরেছি যে গত ১৫ অক্টোবর ত্রিপুরায় একটি ঘটনা ঘটে, যেখানে তিনজন বাংলাদেশি পাচারকারী নিহত হন। বাংলাদেশ থেকে ওই তিনজন দুর্বৃত্ত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের বিদ্যাবিল গ্রাম থেকে গরু চুরির চেষ্টা করে।’

তিনি আরও বলেন, ‘তারা স্থানীয় গ্রামবাসীদের ওপর লোহার রড এবং ছুরি দিয়ে আক্রমণ করে, তাদের আহত করে এবং একজন গ্রামবাসীকে হত্যা করে। এরপর অন্যান্য গ্রামবাসীরা আক্রমণকারীদের প্রতিরোধ করে।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন দুই চোরাচালানকারীকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তৃতীয় ব্যক্তি পরের দিন হাসপাতালে মারা যান। নিহত তিনজনের মৃতদেহ বাংলাদেশি পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জয়সওয়াল। এ ঘটনায় পুলিশ একটি মামলাও দায়ের করেছে বলেও জানিয়েছেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়