বর্তমান সময়ে নিরাপদ লেনদেনের জন্য নগদের বদলে চেক বা অনলাইন পেমেন্ট ব্যবহারের পরামর্শ দেন অর্থ বিশেষজ্ঞরা। এতে যেমন লেনদেনের লিখিত প্রমাণ থাকে, তেমনি কর কর্তৃপক্ষের কাছেও তথ্য স্বচ্ছ থাকে। কিন্তু অনেকেই জানেন না—চেক লেখার সময় একটি ছোট ভুল আপনার বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, চেক লেখার সময় টাকার অঙ্কের পাশে ‘Only’ শব্দটি না লিখলে প্রতারণার ঝুঁকি থেকে যায়। অনেক সময় চেকের অঙ্কে সামান্য ঘষামাজা বা শব্দ যোগ করে কেউ সহজেই টাকার পরিমাণ বাড়িয়ে দিতে পারে।
কেন লেখা হয় ‘Only’?
চেকে টাকার অঙ্কের পর ‘Only’ শব্দটি লেখার মূল উদ্দেশ্য হলো নিরাপত্তা নিশ্চিত করা। এটি লেখা থাকলে টাকার অঙ্কের পরে আর কেউ বাড়তি কোনো শব্দ বা সংখ্যা যোগ করতে পারে না।
উদাহরণ হিসেবে ধরা যাক
আপনি যদি লিখেন “Twenty Five Thousand”, তাহলে পরবর্তীতে কেউ চাইলে এর শেষে “and Fifty” বা “Hundred” যোগ করে পরিমাণ বাড়িয়ে দিতে পারে।
কিন্তু আপনি যদি লেখেন “Twenty Five Thousand Only”, তাহলে এই জায়গায় আর কিছু যোগ করা সম্ভব নয়। ফলে আপনার চেকটি থেকে প্রতারণার ঝুঁকি অনেকটাই কমে যায়।
চেক লেখার সময় আরও যেসব বিষয়ে সতর্ক থাকবেন
চেকের পেছনে সব সময় আপনার অ্যাকাউন্ট নম্বর ও ফোন নম্বর লিখুন। এতে কোনো সমস্যায় ব্যাংক সহজেই আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে।
চেক জমা দেওয়ার সময় ব্যাংকের ডিপোজিট ফর্ম বা রসিদটি ফেলে দেবেন না। এটি প্রমাণ রাখে যে আপনি চেকটি ব্যাংকে জমা দিয়েছেন।
কলমের কালি যেন পরিষ্কার ও শুকনো হয়, যাতে ঘষে বদলানো না যায়।
চেকের তারিখ ও নাম লেখার সময় ভুল না হয় তা নিশ্চিত করুন।
ছোট সতর্কতা, বড় নিরাপত্তা
চেকের মাধ্যমে লেনদেন নিরাপদ হলেও সামান্য অসাবধানতা বড় বিপদ ডেকে আনতে পারে। তাই চেক লেখার সময় টাকার অঙ্কের পাশে ‘Only’ লেখা একেবারেই জরুরি। এই ছোট্ট শব্দটাই আপনাকে প্রতারণা থেকে রক্ষা করতে পারে।