শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ১২:০১ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেকে টাকার অঙ্কের পাশে ‘Only’ লেখা কেন জরুরি: জানালেন অর্থ বিশেষজ্ঞরা

বর্তমান সময়ে নিরাপদ লেনদেনের জন্য নগদের বদলে চেক বা অনলাইন পেমেন্ট ব্যবহারের পরামর্শ দেন অর্থ বিশেষজ্ঞরা। এতে যেমন লেনদেনের লিখিত প্রমাণ থাকে, তেমনি কর কর্তৃপক্ষের কাছেও তথ্য স্বচ্ছ থাকে। কিন্তু অনেকেই জানেন না—চেক লেখার সময় একটি ছোট ভুল আপনার বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, চেক লেখার সময় টাকার অঙ্কের পাশে ‘Only’ শব্দটি না লিখলে প্রতারণার ঝুঁকি থেকে যায়। অনেক সময় চেকের অঙ্কে সামান্য ঘষামাজা বা শব্দ যোগ করে কেউ সহজেই টাকার পরিমাণ বাড়িয়ে দিতে পারে।

কেন লেখা হয় ‘Only’?
চেকে টাকার অঙ্কের পর ‘Only’ শব্দটি লেখার মূল উদ্দেশ্য হলো নিরাপত্তা নিশ্চিত করা। এটি লেখা থাকলে টাকার অঙ্কের পরে আর কেউ বাড়তি কোনো শব্দ বা সংখ্যা যোগ করতে পারে না।

উদাহরণ হিসেবে ধরা যাক
আপনি যদি লিখেন “Twenty Five Thousand”, তাহলে পরবর্তীতে কেউ চাইলে এর শেষে “and Fifty” বা “Hundred” যোগ করে পরিমাণ বাড়িয়ে দিতে পারে।

কিন্তু আপনি যদি লেখেন “Twenty Five Thousand Only”, তাহলে এই জায়গায় আর কিছু যোগ করা সম্ভব নয়। ফলে আপনার চেকটি থেকে প্রতারণার ঝুঁকি অনেকটাই কমে যায়।

চেক লেখার সময় আরও যেসব বিষয়ে সতর্ক থাকবেন
চেকের পেছনে সব সময় আপনার অ্যাকাউন্ট নম্বর ও ফোন নম্বর লিখুন। এতে কোনো সমস্যায় ব্যাংক সহজেই আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে।

চেক জমা দেওয়ার সময় ব্যাংকের ডিপোজিট ফর্ম বা রসিদটি ফেলে দেবেন না। এটি প্রমাণ রাখে যে আপনি চেকটি ব্যাংকে জমা দিয়েছেন।

কলমের কালি যেন পরিষ্কার ও শুকনো হয়, যাতে ঘষে বদলানো না যায়।

চেকের তারিখ ও নাম লেখার সময় ভুল না হয় তা নিশ্চিত করুন।

ছোট সতর্কতা, বড় নিরাপত্তা
চেকের মাধ্যমে লেনদেন নিরাপদ হলেও সামান্য অসাবধানতা বড় বিপদ ডেকে আনতে পারে। তাই চেক লেখার সময় টাকার অঙ্কের পাশে ‘Only’ লেখা একেবারেই জরুরি। এই ছোট্ট শব্দটাই আপনাকে প্রতারণা থেকে রক্ষা করতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়