শিরোনাম
◈ গভীর জঙ্গলে ৪০ দিন পর ৪ শিশুকে জীবিত পাওয়া গেল ◈ আদানির দুই ইউনিট থেকেই ২৫ জুন বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা ◈ বিএনপির সঙ্গে সংলাপের প্রদীপ এখনো নিভেনি: ওবায়দুল কাদের ◈ ঢাকায় সমাবেশ করার অনুমতি পেল জামায়াত ◈ এবার ‘বৃহত্তর নেপাল’ মানচিত্রে বাংলাদেশ! ◈ ইউক্রেনকে ২০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে আমেরিকা ◈ সিরাজুূল আলম খানের প্রতি  শ্রদ্ধা নিবেদন বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে ◈  ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত ◈ বিএনপির সঙ্গে সংলাপ নয়, সংবিধান অনুযায়ী নির্বাচন: তথ্যমন্ত্রী ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হবে না: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৯:২৪ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৯:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে গাঁজাসহ আটক ১

মজনু শেখ

হারুন-অর-রশীদ, ফরিদপুর: বোয়ালমারী উপজেলায় গাঁজাসহ মজনু শেখ (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে ওই যুবককে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে বুধবার (২২ মার্চ) রাত ১১ টার দিকে উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের জয়পাশা নামক এলাকা থেকে গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়। 

মজনু শেখ উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামের ইদ্রিস শেখের ছেলে। আটকের পর এসআই কবির হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার জয়পাশা নামক এলাকার একটি পাকা রাস্তার উপর থেকে মজনু শেখকে আটক করা হয়। আটকের পর তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাসহ আটকের ঘটনায় একটি মাদক মামলা করা হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, হাফ (৫'শ গ্রাম) কেজি গাঁজাসহ মজনু শেখ নামের একজনকে আটক করা হয়েছে। তার নামে একটি মাদক মামলা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার (২৩ মার্চ) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়