শিরোনাম
◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৯:২৪ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৯:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে গাঁজাসহ আটক ১

মজনু শেখ

হারুন-অর-রশীদ, ফরিদপুর: বোয়ালমারী উপজেলায় গাঁজাসহ মজনু শেখ (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে ওই যুবককে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে বুধবার (২২ মার্চ) রাত ১১ টার দিকে উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের জয়পাশা নামক এলাকা থেকে গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়। 

মজনু শেখ উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামের ইদ্রিস শেখের ছেলে। আটকের পর এসআই কবির হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার জয়পাশা নামক এলাকার একটি পাকা রাস্তার উপর থেকে মজনু শেখকে আটক করা হয়। আটকের পর তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাসহ আটকের ঘটনায় একটি মাদক মামলা করা হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, হাফ (৫'শ গ্রাম) কেজি গাঁজাসহ মজনু শেখ নামের একজনকে আটক করা হয়েছে। তার নামে একটি মাদক মামলা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার (২৩ মার্চ) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়