শিরোনাম
◈ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে যুবদল নেতা গুলিবিদ্ধ ◈ মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ◈ শান্তি ও সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণে জাতিসংঘকে হতে হবে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক: ড. মুহাম্মদ ইউনূস ◈ ওমরাহ যাত্রায় এখন থেকে রিটার্ন টিকিট বাধ্যতামূলক: নতুন নির্দেশনায় কড়াকড়ি সৌদি কর্তৃপক্ষের ◈ আগামী নির্বাচনে যাদের জয়ী হবার কোনো সম্ভবনা নেই তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মির্জা আব্বাস ◈ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই: সুপ্রদীপ চাকমা ◈ শাহবাগে আর্থিক লেনদেন বিরোধে এনসিপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’ ◈ সাবেক স্ত্রীকে ‘মোটা’ বলায় আদালতে জরিমানা, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৮:৪৫ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে বিদেশি মদসহ এক নারী আটক

আটককৃত নারী

ফরহাদ আমিন, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে বিদেশি মদসহ সমজিদা বেগম (৩৮) নামে এক নারীকে আটক করেছে র‌্যাব-১৫। শুক্রবার (০২ ডিসেম্বর) সন্ধ্যা সাবরাং ইউপি পুরান পাড়া নিজ বসত ঘর থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মোঃ আইয়ুবের স্ত্রী।

শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল সাবরাং পুরান পাড়ায় এক বসত ঘরে অভিযান চালিয়ে এক নারীকে আটক করতে সক্ষম হয়। ধৃতের দেহ ও তার বসত ঘর তল্লাশী করে ১৫টি বিদেশি কাচের মদের বোতল হুইস্কি উদ্ধার করা হয়। এ সময় ধৃতের অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ও পলাতক আসামী পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত বিদেশি মদ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছিল।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়