নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলায় যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এবং তাদের শারীরিক-মানসিক বিকাশে উৎসাহিত করতে আয়োজিত ‘২০ ডে-নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার রাতে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের আতাশপুর গ্রামে আতাশপুর উইনার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। খেলা উপলক্ষে মাঠ ও আশপাশের এলাকাজুড়ে নানা বয়সী মানুষের উপস্থিতিতে এক প্রাণবন্ত আবহ বিরাজ করে।
অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজমল হোসেন মানিকের সভাপতিত্বে এবং নোয়ান্নই ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য সালেহ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো। এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ এবং সদর উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী শামসুদ্দোহা মিঠু।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো বলেন, বিগত স্বৈরাচারী শাসনের আমলে গ্রামে তো দূরের কথা, জেলা শহরেও এ ধরনের খেলাধুলার আয়োজন করা সম্ভব হয়নি। বর্তমানে গ্রাম বাংলায় খেলাধুলার জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু শহীদ ভুলু স্টেডিয়াম ফিফার কাছে ২৫ বছরের জন্য লিজ দেওয়া থাকায় ক্রিকেটের চর্চা ব্যাহত হচ্ছে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে জেলা সদরে একটি আধুনিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে।
জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের শারীরিক-মানসিক উন্নয়ন এবং সমাজে সৌহার্দ্য বৃদ্ধি করে।
এবারের টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয়। ফাইনালে শিবপুর লায়ন স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে মাইজদী Sector স্টার চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে আয়োজক সালেহ উদ্দিন ভূঁইয়ার উদ্যোগে পাঁচ শতাধিক দর্শনার্থী, অতিথি ও দলীয় নেতাকর্মীদের জন্য আয়োজন করা হয় নৈশভোজের।