শিরোনাম
◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও) ◈ 'মা আমাকে ছেড়ে যেও না', ডিভোর্সের পর সন্তান নিতে চাইল না কেউ, বুক ফাটা দৃশ্য ভাইরাল! (ভিডিও)

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:৩২ বিকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘনা ইউএনও'র নাম ভাঙিয়ে মোবাইল ফোনে টাকা দাবি, বীর মুক্তিযোদ্ধাদের সতর্ক থাকার আহ্বান

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি): কুমিল্লার মেঘনা উপজেলায় একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সোনালী ব্যাংক,মেঘনা শাখার ব্যবস্থাপকের নাম ভাঙিয়ে বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে মোবাইল ফোনে টাকা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার( ৯ জানুয়ারি) বিকালে ইউএনও মেঘনা উপজেলা প্রশাসনের ফেসবুক আইডি থেকে জানা যায়, সম্প্রতি কয়েকজন বীর মুক্তিযোদ্ধা মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে আর্থিক সহায়তার নামে টাকা চাওয়ার ফোন পান। বিষয়টি যাচাই করে উপজেলা প্রশাসন ও সোনালী ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, বীর মুক্তিযোদ্ধাদের নিকট থেকে কোনো প্রকার অর্থ দাবি করা হয়নি এবং এ ধরনের ফোনকল সম্পূর্ণ প্রতারক চক্রের কাজ।

উপজেলা প্রশাসন ও ব্যাংক কর্তৃপক্ষ এ ধরনের প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ইউএনও কিংবা ব্যাংক কর্মকর্তার পরিচয় দিয়ে অর্থ দাবি করে, তবে তা আমলে না নেওয়ার পাশাপাশি দ্রুত নিকটস্থ প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করা হচ্ছে।এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধাসহ সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মৌসুমী আক্তার বলেন, "বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। উপজেলা প্রশাসন বা কোনো ব্যাংক কর্তৃপক্ষ কখনোই ফোনে অর্থ দাবি করে না। কেউ যদি এ ধরনের কল পান, তবে সেটিকে প্রতারণা হিসেবে ধরে আমাকে বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করছি। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়