ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।
শনিবার (তারিখ) বেলা সাড়ে ১১টায় জেলা রিটারনিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ মাসুম। এ সময় পবা ও মোহনপুর উপজেলা বিএনপিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে পিপি আলী আশরাফ মাসুম বলেন, “নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রার্থী, দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ সবাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। আমরা আশা করছি যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।”
এদিকে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “দেশকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার ম্যানডেট বাস্তবায়ন জরুরি। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দৃঢ়ভাবে কাজ করে যাবে।”
রাজশাহী-৩ আসনটি ঐতিহ্যগতভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে পরিচিত। পবা ও মোহনপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি ও আওয়ামী লীগসহ বড় দলগুলোর সাংগঠনিক শক্তি বরাবরই দৃশ্যমান। অতীত নির্বাচনে ভোটের ব্যবধান তুলনামূলক কম থাকায় এই আসনকে ‘হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্র’ হিসেবে দেখা হয়।
বর্তমান প্রেক্ষাপটে বিএনপি মনোনয়ন উত্তোলনের মধ্য দিয়ে মাঠপর্যায়ের কর্মসূচি জোরদার করার প্রস্তুতি নিচ্ছে। দলটির নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি বিএনপির সাংগঠনিক শক্তি ও নির্বাচনী আত্মবিশ্বাসের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অন্যদিকে স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীদের অংশগ্রহণে ভোটের সমীকরণ আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীরা যদি শক্ত অবস্থান তৈরি করতে পারেন, তবে ভোট বিভাজনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
শনিবার পর্যন্ত রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের বিপরীতে মোট নয়জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এর মধ্যে চারজন বিএনপির দলীয় প্রার্থী, একজন জামায়াতে ইসলামীর প্রার্থী এবং চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ফলে রাজশাহীর নির্বাচনী মাঠে ধীরে ধীরে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়ে উঠছে।
সামগ্রিকভাবে রাজনৈতিক পরিস্থিতি, ভোটার উপস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করেই রাজশাহী-৩ আসনের চূড়ান্ত ফল নির্ধারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।