নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশের তৃণমূল ফুটবলের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আসর শুরু হতে যাচ্ছে। ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ এর চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে দেশের সেরা উঠতি ফুটবলাররা।
নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বে বিকেএসপি’সহ দেশের বিভিন্ন জেলা পর্যায় থেকে বাছাই করা ১২টি দল অংশ নিচ্ছে।
আগামীকাল রোববার দুপুর দেড়টায় উদ্বোধনী ম্যাচের মধ্যদিয়ে শুরু হবে লীগটি। তরুণ ফুটবলারদের দক্ষতা যাচাই এবং ভবিষ্যৎ জাতীয় দল গঠনের লক্ষ্যেই এই আয়োজন বলে জানান বাফুফ’র সদস্য ও অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ এর চেয়ারম্যান মো. মঞ্জুরুল করিম।
ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ এর চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসূফ উপস্থিত থাকার কথা রয়েছে।
এতে বিশেষ অতিথি থাকবেন- নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার টিিএম মোশারফ হোসেন, বিশিস্ঠ ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ আজাদ, ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূঁইয়া।
ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ কমিটির (চুড়ান্ত পর্ব) সদস্য সচিব নুরুল আমিন খান বলেন, চূড়ান্ত পর্র্বে এই খেলাকে ঘিরে খেলোয়াড়, কোচ ও দর্শকদের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ। মাঠের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।
সব মিলিয়ে, ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ এখন উঠতি ফুটবলারদের প্রতিভা প্রমাণের বড় মঞ্চ হয়ে দাঁড়িয়েছে।