শিরোনাম
◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, সময় পেছানোর সুযোগ নেই, নির্বাচন বানচালের চেষ্টা ব্যর্থ হবে: প্রেসসচিব ◈ বিশ্বের সবচেয়ে দামী মসলা *ভ্যানিলা বিন* উৎপাদন হচ্ছে বগুড়ায়! ◈ শিক্ষা, চিকিৎসা ও গবেষণা খাতে প্রণোদনা ভাতা আসছে: পে কমিশনের সুপারিশ ◈ তাহেরীসহ ১৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা ◈ নেপালে কারাগারে সেনাবাহিনীর গুলিতে দুই বন্দি নিহত ◈ টিকার সংকটে বাংলাদেশ, বিভিন্ন জেলায় শিশুদের টিকাদান কর্মসূচি বিঘ্নিত  ◈ ফোন রেখে নামাজে যাওয়ার কারণে প্রাণে বেঁচে যায় হামাস নেতারা (ভিডিও) ◈ নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদে আসছে ‘রদবদল’, যুক্ত হচ্ছে নতুন মুখ ◈ এ‌শিয়া কা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের আবেদন খারিজ কর‌লো সু‌প্রিম কোর্ট ◈ জাকসুর ভোট গুনতে গুনতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পোলিং অফিসার

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৮ বিকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ৩ টাকায় সুস্বাদু রসগোল্লা, ঝিনাইদহে জনপ্রিয় হয়ে উঠেছেন সুমাল ঘোষ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে মাত্র ৩ টাকায় পাওয়া যাচ্ছে সুস্বাদু রসগোল্লা। অবিশ্বাস্য শোনালেও বাস্তবে এর স্বাদ এমন যে, একবার খেলে আবারও কিনতে মন চাইবে। আকারে ছোট হলেও স্বাদে বড় বড় দোকানের মিষ্টিকেও হার মানিয়েছে এই রসগোল্লা। খাঁটি ছানার তৈরি হওয়ায় মুখে দিলেই গলে যায়। এতে নেই কোনো ভেজাল, কৃত্রিম রং বা অতিরিক্ত ঘ্রাণ—শুধু খাঁটি দুধের স্বাদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার শিবান্দপুর গ্রামের বাসিন্দা সুমাল ঘোষ তিন দশকেরও বেশি সময় ধরে নিজ হাতে মিষ্টি তৈরি ও বিক্রি করছেন। প্রতিদিন সকালে বাইসাইকেল নিয়ে তিনি মহেশপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রসগোল্লা বিক্রি করেন। আগে প্রতিটি রসগোল্লা বিক্রি হতো ২ টাকায়, বর্তমানে তা ৩ টাকা। দাম সামান্য বাড়লেও ক্রেতার চাহিদা কমেনি, বরং বেড়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় এক হাজার পিস রসগোল্লা বিক্রি হয়, আর সেই আয় দিয়েই চলে তার সংসার।

স্থানীয় ক্রেতা রফিকুল ইসলাম বলেন, “৩ টাকায় এত সুস্বাদু রসগোল্লা পাওয়া সত্যিই অবিশ্বাস্য। প্রতিদিনই আমরা তার কাছ থেকে কিনি।”

স্কুলশিক্ষক মাহবুব হোসেন বলেন, “বড় দোকানের রসগোল্লার চেয়ে সুমাল ঘোষের বানানো রসগোল্লা অনেক বেশি খাঁটি ও সুস্বাদু। তাই বাজারে যত দোকানই থাকুক, মানুষ তার কাছেই ভিড় জমায়।”

মহেশপুরের বাসিন্দা রাসেল হোসেন বলেন, “সুমাল ঘোষের রসগোল্লা এখন এলাকার একটি জনপ্রিয় নাম। কম দামে মানসম্মত মিষ্টি পাওয়ায় প্রতিদিনই ক্রেতা বাড়ছে।”

এ বিষয়ে সুমাল ঘোষ জানান, “কম লাভ, বেশি বিক্রিই আমার ব্যবসার নীতি। দিনে এক হাজার পিস বিক্রি করতে পারলেই সংসার চলে যায়। সৃষ্টিকর্তার কৃপায় মানুষ আমার মিষ্টির স্বাদ পছন্দ করছে, এটিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়