শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নিখোঁজ অটোরিক্সা চালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, দুই আসামী গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদরে ফরহাদ প্রামানিক (২২) নামে এক অটোরিক্সা চালক হত্যাকান্ডের দুইদিনের মাথায় রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকান্ডে ব্যবহৃত প্লাস্টিকের রশি ও অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে। 
 
সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. আব্দুল জলিল। 
 
এর আগে গত ৩১ জানুয়ারি নিখোঁজ অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 
পুলিশের প্রেসব্রিফিং ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের  ছাত্তার প্রামানিকের ছেলে ফরহাদ প্রামানিক (২২) গত বছরের প্রথমদিকে বিয়ে করে জেলার গোয়ালন্দ এলাকা দিয়ে রিক্সা চালাতে শুরু করেন। তিনি প্রতিদিনের ন্যায় অন্ত:স্বত্তা স্ত্রীকে রেখে গত ৩০ জানুয়ারি বিকেলে বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ফোন দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। পরেরদিন শুক্রবার (৩১ জানুয়ারি) সকালের দিকে ফোনটি খোলা পেয়ে নিহতের স্ত্রী ফোন দিলে ফোনটি রিসিভ করেন ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের কাচারীটেকের এলাকার শেফালী বেগম নামে এক নারী।
 
ফোনের সূত্র ধরে নিহতের পরিবারের লোকজন স্থানীয় মেম্বার রফিকুল ইসলামের যোগাযোগ করে পুলিশ নিয়ে ঘটনাস্থল এলাকায় আসেন। সেখানে স্থানীয় মেম্বার ও ফোনটি পাওয়া নারীকে সাথে নিয়ে ওই এলাকার কাচারীটেকের হাতেম মোল্যা পাড়া এলাকার একটি পুকুরপাড়ে নিহত ব্যক্তির পরনের প্যান্ট পাওয়া যায়। পুকুরের আশেপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে কলাবাগানের ভিতর কলাপাতা দিয়ে ঢাকা অবস্থায় নিখোঁজ ব্যক্তির মরদেহটি ওইদিন ৩১ জানুয়ারি বিকেলে লাশটি উদ্ধার করে পুলিশ। 
 
লাশ উদ্ধারের পরেরদিন শনিবার (১ ফেব্রুয়ারি) নিহতের বাবা ছাত্তার প্রমানিক বাদি হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে হত্যা মামলা করেন। মামলার পরেই পুলিশের একটি চৌকস টিম তদন্ত কাজ শুরু করেন। পুলিশের সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার (২ ফেব্রুয়ারি) ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের সাইজুদ্দিন মাতুব্বরপাড়া রেজাউল করিম মিন্টুর (৪২) ভাঙ্গারি ব্যবসা প্রতিষ্ঠান হতে নিহতের চুরি হওয়া অটোরিক্সাটি ভাঙ্গা অবস্থায় এবং রিক্সার ৪টি ব্যাটারী উদ্ধার করে রেজাউল করিম মিন্টুকে পুলিশী হেফাজতে নেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যাকান্ডের ১ নম্বর আসামী মো. সুমন শেখকে (২১) রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট এলাকা থেকে ওইদিন সন্ধ্যায় (রবিবার) গ্রেপ্তার করে পুলিশ। 
 
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, অটোরিক্সা চালক ফরহাদ প্রমানিক হত্যাকান্ডে জড়িত মূল আসামি সুমন শেখ ও তার সহযোগি ভাঙ্গারী ব্যবসায়ী রেজাউল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যাকান্ডে জড়িত থাকার কথা তারা স্বীকার করে লোমহর্ষক ঘটনা বর্ণনা দেয়। 
 
দুই আসামীর বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, রিক্সাটি চুরি করার জন্য ফরহাদ প্রামানিককে ভাড়ায় নেওয়ার কথা বলে  ঘটনাস্থলে (ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের কাচারীটেকের হাতেম মোল্যা পাড়া এলাকার পুকুরপাড় এলাকা)
 
নিয়ে গলায় প্রাস্টিকের রশি পেচিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা নিশ্চিত করে রিক্সা চুরি করে নিয়ে মামলার ২ নম্বর আসামী ভাঙ্গারী ব্যবসায়ী রেজাউল করিম মিন্টুর কাছে ১১ হাজার টাকায় বিক্রি করে সুমন। এ ঘটনার সাথে জড়িত আরো আসামীদের গ্রেপ্তারে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান। 
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, অটোরিক্সা চালক ফরহাদ প্রমানিক হত্যাকান্ডের গ্রেপ্তারকৃত দুই আসামীকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে আসামীরা জবানবন্দি দিবে। 
 
প্রসঙ্গত, ফরিদপুর জেলা সদরে চলতি বছরের জানুয়ারি মাসেই ফরহাদ প্রমানিকসহ ৪ চালককে হত্যা করে অটোরিক্সা ও ইজিবাইক চুরির ঘটনা ঘটে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়