স্পোর্টস ডেস্ক : সিডনিতে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথম দিনশেষে দারুণ অবস্থানে রয়েছে ইংল্যান্ড। বৃষ্টি বাধায় প্রথম দিনে ৪৫ ওভারের বেশি খেলা হয়নি, তাতে ৩ উইকেটে ২১১ রান তুলেছে সফরকারীরা।
রোববার (৪ জানুয়ারি) এসসিজিতে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতে বেশ চাপে পড়ে ইংলিশরা। দলীয় ৭ম ওভারে ওপেনার বেন ডাকেটের উইকেট হারায় তারা।
২৪ বলে ২৭ রান করা ডাকেটকে কট বিহাইন্ডের শিকার বানান মিচেল স্টার্ক। দলীয় ৫১ রানে মাইকেল নেসারের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন অন্য ওপেনার জ্যাক ক্রলি। ৫৭ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন জ্যাকব বেথেলও, তাকে ফেরান স্কট বোল্যান্ড।
এরপরই ১৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে সেই চাপ সামাল দেন জো রুট এবং হ্যারি ব্রুক। ৮ চারে ৭২ রানে অপরাজিত রুট, ৬ চার ও ১ ছক্কায় ব্রুক নট আউট ৭৮ রানে। অজিদের পক্ষে ১টি করে উইকেট তুলে নেন স্টার্ক, বোল্যান্ড ও নেসার।
উল্লেখ্য, সিডনি টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন উসমান খাজা। সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।