স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের ভাইটালিটি স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল আর্সেনাল।
এভানিলসনের গোলে পিছিয়ে পড়ার পর গাব্রিয়েলের গোলে সমতায় ফেরে আর্সেনাল। এরপর জোড়া গোলে সফরকারীদের জয়ের পথে এগিয়ে নেন ডেক্লান রাইস। ইলি জুনিয়র ক্রুপির গোলে বোর্নমাউথ নাটকীয়তার আভাস দিলেও, আর কিছু করতে পারেনি তারা।
প্রিমিয়ার লিগে গত মৌসুমে দুই লেগেই বোর্নমাউথের বিপক্ষে হেরেছিল আর্তেতার দল। ঝাম ঝরানো জয়ে সেই ক্ষতে প্রলেপ দিল শিরোপাপ্রত্যাশিরা।
২০ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাস্টন ভিলা।
এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৪১ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।