শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৩:২৮ দুপুর
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন ঘিরে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা, সেনা অভিযানে ‘মূলহোতা’ গ্রেফতার

রাজধানীর ভাসানটেক থেকে আসন্ন নির্বাচনে সহিংসতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনাকারী মো. সুমন (৪৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাসানটেক আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও দীর্ঘদিনের নিবিড় নজরদারির ভিত্তিতে শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ধামালকোট বস্তি এলাকায় সুপরিকল্পিত ও সফল অভিযান পরিচালনা করে। বস্তিতে অবস্থিত কুখ্যাত সন্ত্রাসী সুমনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
এতে বলা হয়, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক কারবার ও সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ভীতি ও ত্রাসের পরিবেশ সৃষ্টি করে আসছিলেন। তিনি টিনশেড বস্তি এলাকায় প্রায় ১ হাজার ৪০০টি বাড়ির ওপর প্রভাব বিস্তার করে বিভিন্ন অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন।
  
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গ্রেফতার ব্যক্তি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সহিংসতা, নাশকতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টির সুপরিকল্পিত ছক কষছিলেন। তার উদ্দেশ্য ছিল নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগণকে আতঙ্কিত করা, ভোটকেন্দ্রের পরিবেশ অস্থিতিশীল করা এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। তার এই পরিকল্পনা জাতীয় নিরাপত্তা ও শান্তিপূর্ণ নির্বাচন ব্যবস্থার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত হয়।
  
এতে আরও জানানো হয়, অভিযানের সময় তার কাছ থেকে ৩টি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে, যা তার সহিংস পরিকল্পনা বাস্তবায়নের স্পষ্ট প্রমাণ বহন করে। তবে তাকে গ্রেফতারের মাধ্যমে আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সহিংসতা ও অস্থিতিশীলতা অনেকাংশে প্রতিহত করা সম্ভব হয়েছে। অভিযানের ফলে ধামালকোট, ভাসানটেক ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। সাধারণ জনগণ শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন। অভিযান শেষে গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ক্যাম্পে নেয়া হয়েছে এবং তার নাশকতা পরিকল্পনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়