আরমান কবীরঃ টাঙ্গাইলের ঘাটাইলে সড়কের পাশ থেকে খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৪ জানুয়ারি) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার গুনগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে গুনগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ বস্তায় ভরে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় ওই ব্যক্তি নিহত হয়ে থাকতে পারেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান বলেন, উদ্ধারকৃত মরদেহটির এখনো পরিচয় সনাক্ত করা যায়নি। পরিচয় সনাক্তের জন্য ফরেন্সিতে পাঠানো হবে বলেও জানান তিনি।