শিরোনাম
◈ ক্ষমা না চাইলে নুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি (ভিডিও) ◈ লাইভে এসে আন্দোলনে গুলিবিদ্ধ জহুর বললেন, মামলা নিয়ে ব্যবসা বন্ধ করুন ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চায় জামায়াত ◈ দুই দিনের ব্যবধানে আবারও কমলো সোনার দাম ◈ ঋণ না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধর করে ভল্টের চাবি ছিনতাই ◈ আর্মি সার্ভিস কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত ◈ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত ◈ এবার আওয়ামী লীগ নেতাদের ক্ষমা চাইতে বললেন সিদ্দিকী নাজমুল আলম ◈ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশে ৭ দিনে ৬৮০ নোটিশ, ১৪৭মামলা, ৪৯ গ্রেপ্তার ◈ অপরাধের কারণে কারো বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৪, ১২:১২ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষনা, সিনিয়র সহ সভাপতিসহ তিনজন বহিষ্কার

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট : দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি,আদর্শ ও সংহতি, নানা অনাচার এবং দখল ও টেন্ডার সন্ত্রাসের অভিযোগে লালমনিরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। সেই সাথে লালমনিরহাট জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম জুলহাসসহ তিনজনকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়।

জাহাঙ্গীর আলম জুলহাস লালমনিরহাট জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ও পৌর যুবদলের আহ্বায়ক। বহিস্কৃত অপর দুজন হলেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম ও ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া।

কেন্দ্রীয় যুবদলের প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দখল, টেন্ডার-সন্ত্রাস এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ, সংহতিসহ নানা অনাচারের কারণে লালমনিরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই অপরাধে লালমনিরহাট পৌর যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম জুলহাস, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম, পৌর ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়াকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, গতকাল বুধবার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালের সামনের মুল সড়ক থেকে জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম জুলহাসকে  দরপত্র জমাদানে বাধা প্রদানের অভিযোগে সেনাসদস্যরা আটক করে সদর থানায় সোপর্দ করেন।

পরে তাঁর বিরুদ্ধে থানায় লিখিত কোনো অভিযোগ এবং টেন্ডার জমাদানের সময় হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে তার কোন সম্পৃক্তা না থাকায় ওই দিন সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেয় লালমনিরহাট থানা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়