শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৪, ১২:১২ রাত
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষনা, সিনিয়র সহ সভাপতিসহ তিনজন বহিষ্কার

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট : দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি,আদর্শ ও সংহতি, নানা অনাচার এবং দখল ও টেন্ডার সন্ত্রাসের অভিযোগে লালমনিরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। সেই সাথে লালমনিরহাট জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম জুলহাসসহ তিনজনকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়।

জাহাঙ্গীর আলম জুলহাস লালমনিরহাট জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ও পৌর যুবদলের আহ্বায়ক। বহিস্কৃত অপর দুজন হলেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম ও ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া।

কেন্দ্রীয় যুবদলের প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দখল, টেন্ডার-সন্ত্রাস এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ, সংহতিসহ নানা অনাচারের কারণে লালমনিরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই অপরাধে লালমনিরহাট পৌর যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম জুলহাস, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম, পৌর ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়াকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, গতকাল বুধবার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালের সামনের মুল সড়ক থেকে জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম জুলহাসকে  দরপত্র জমাদানে বাধা প্রদানের অভিযোগে সেনাসদস্যরা আটক করে সদর থানায় সোপর্দ করেন।

পরে তাঁর বিরুদ্ধে থানায় লিখিত কোনো অভিযোগ এবং টেন্ডার জমাদানের সময় হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে তার কোন সম্পৃক্তা না থাকায় ওই দিন সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেয় লালমনিরহাট থানা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়