শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০৫:৫৭ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ০৫:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুৎ না থাকায় ঢামেকে ভোগান্তি

ঢামেক

ডেস্ক রিপোর্ট: বিদ্যুৎ না থাকায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেও প্রভাব পড়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে বিদ্যুৎ চলে যাওয়ার পর থেকেই ভোগান্তিতে পড়েন ঢাকা মেডিকেলের ভর্তি রোগীরা। এদিকে বিশেষ ব্যবস্থায় চলছে অপারেশন থিয়েটার (ওটি) ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। ঢাকা পোস্ট

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে সরেজমিনে বিভিন্ন ওয়ার্ড ঘুরে এমন চিত্র দেখা যায়।

বরিশাল থেকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বায়েজিদ ভর্তি আছেন নিউরো সার্জারি ওয়ার্ডে। তার অবস্থা খুবই খারাপ সিটি স্ক্যান করাতে বলেছেন চিকিৎসক। কিন্তু বিদ্যুৎ না থাকায় সিটি স্ক্যানের সামনে কয়েক ঘণ্টা ধরে টলিতে পড়ে আছেন বায়েজিদ। কখন বিদ্যুৎ আসবে কেউ কিছুই বলতে পারছেন না।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখা যায়, সেখানে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। হাতপাখা দিয়ে রোগীকে বাতাস করছেন রোগীর স্বজনরা। কখন বিদ্যুৎ আসবে সেটা নিয়ে নার্স, ওয়ার্ড বয় ও নিরাপত্তাকর্মীদের কাছে জানতে চাচ্ছেন রোগীর স্বজনরা।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও স্টোর) ডা. আশরাফুল আলম বলেন, জরুরি যেখানে যেখানে দরকার সেখানে আমরা জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করেছি। জরুরি ভিত্তিতে আইসিইউ ও ওটিতে জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। এই জেনারেটর টানা ১২ ঘণ্টা চলবে। প্রত্যেক ভবনের জন্য আলাদা জেনারেটর ব্যবস্থা আছে বলে জানান তিনি। ডব্লিওইউ

  • সর্বশেষ
  • জনপ্রিয়