রাজধানীর মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সামনে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টার দিকে বাসটিতে আগুন ধরে যায়।
ফায়ার সর্ভিস কন্ট্রোল রুম থেকে জাননো হয়, আগুনের খবর পেয়েছিলেন তারা। তবে তাদের কাজ করতে হয়নি। ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এতে কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে থাকতে পারে।