রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে কাজ করছে।
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, সাবেক ছাত্রলীগের কয়েকজন যারা মাদরাসায় আগে মূল পর্যায়ের পদে ছিল, তারা এখনও সাধারণ শিক্ষার্থীদের দ্বারা নানা অন্যায় কাজ করানোর চেষ্টা করে। শনিবারও জোর করে তারা কিছু শিক্ষার্থীদের হল থেকে বের করে একটি অনুষ্ঠানে নেয়।
পরবর্তীতে অশ্লীল গান বাজানো নিয়ে প্রিন্সিপালকে অভিযোগ দেয়া হলে কয়েকজন শিক্ষার্থীদের মারধর করা হয়। এ নিয়ে বাগ্বিতণ্ডার মধ্যেই বহিরাগত কয়েকজন আবারও এসে শিক্ষার্থীদের মারধর করে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।