শিরোনাম
◈ ট্রাম্পের দাবি: মার্কিন হুঁশিয়ারিতে ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড স্থগিতের নির্দেশ দিয়েছে তেহরান ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র ◈ বিএনপি নেতা সাজুকে বহিষ্কার ◈ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: কাছাকাছি মার্কিন ঘাঁটি ও সামরিক শক্তির হিসাব ◈ এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে, বেনাপোল বন্দরে ৫৩ কাটুন আটক ◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৭:১৪ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রূপগঞ্জে শীতলক্ষ্যার তীরে ৩৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোশতাক আহমেদ : [২] নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে টি কে গ্রুপের ৬ টি টিনশেড স্থাপনা ও ১ টি দুইতলা মার্কেটসহ ৩৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ।

[৩] নির্বাহী ম্যাজিষ্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে সোমবার (২২ নভেম্বর) বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার তারাবো পৌরসভার তারাবো বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

[৪] এ সময় নদীর জায়গা দখল করে গড়ে তোলা ১টি পাকা দোতলা ভবন, ১০টি সেমিপাকা দোকান, ৬টি স’মিলের বর্ধিত অংশ, টি কে গ্রুপের ৬টি টিনসেড স্থাপনা ও ১১টি কাঁচাপাকা স্থাপনাসহ মোট ৩৪টি অবৈধ স্থাপনা ভেংঙ্গে গুঁড়িয়ে দেয় সংস্থাটির ভ্রাম্যমান আদালত।

[৫] নির্বাহি ম্যাজিষ্ট্রেট শোভন রাংসা জানান, উচ্চ আদালতের নির্দেশে সিএস জরিপ অনুযায়ী নদীর দুই তীরে নতুন সীমানা পিলার স্থাপনের কাজ চলছে। তবে বেশ কিছু প্রতিষ্ঠানের অভ্যন্তরে নতুন সীমানা পিলার স্থাপন নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় তা নিরসন করা হয়। পাশাপাশি নদীর তীরভূমি উদ্ধার করে ওয়াকওয়ে নির্মাণ কাজ দ্রুত শুরু করার লক্ষ্যে দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে।

[৬] উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ন-পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক ইসমাইল হোসেন, সীমানা পিলার ও ওয়াকওয়ে প্রকল্প পরিচালক শাহনেওয়াজ কবিরসহ অন্যান্য কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়