শিরোনাম
◈ তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব ◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৭:১৪ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রূপগঞ্জে শীতলক্ষ্যার তীরে ৩৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোশতাক আহমেদ : [২] নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে টি কে গ্রুপের ৬ টি টিনশেড স্থাপনা ও ১ টি দুইতলা মার্কেটসহ ৩৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ।

[৩] নির্বাহী ম্যাজিষ্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে সোমবার (২২ নভেম্বর) বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার তারাবো পৌরসভার তারাবো বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

[৪] এ সময় নদীর জায়গা দখল করে গড়ে তোলা ১টি পাকা দোতলা ভবন, ১০টি সেমিপাকা দোকান, ৬টি স’মিলের বর্ধিত অংশ, টি কে গ্রুপের ৬টি টিনসেড স্থাপনা ও ১১টি কাঁচাপাকা স্থাপনাসহ মোট ৩৪টি অবৈধ স্থাপনা ভেংঙ্গে গুঁড়িয়ে দেয় সংস্থাটির ভ্রাম্যমান আদালত।

[৫] নির্বাহি ম্যাজিষ্ট্রেট শোভন রাংসা জানান, উচ্চ আদালতের নির্দেশে সিএস জরিপ অনুযায়ী নদীর দুই তীরে নতুন সীমানা পিলার স্থাপনের কাজ চলছে। তবে বেশ কিছু প্রতিষ্ঠানের অভ্যন্তরে নতুন সীমানা পিলার স্থাপন নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় তা নিরসন করা হয়। পাশাপাশি নদীর তীরভূমি উদ্ধার করে ওয়াকওয়ে নির্মাণ কাজ দ্রুত শুরু করার লক্ষ্যে দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে।

[৬] উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ন-পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক ইসমাইল হোসেন, সীমানা পিলার ও ওয়াকওয়ে প্রকল্প পরিচালক শাহনেওয়াজ কবিরসহ অন্যান্য কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়