স্পোর্টস ডেস্ক : ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়াকে ক্রিকেটের জন্য 'বাজে দৃষ্টান্ত' হিসেবে অভিহিত করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তার মতে, পরিস্থিতি কখনোই এমন পর্যায়ে পৌঁছানো উচিত ছিল না।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে '৩৬০ লাইভ' শীর্ষক একটি লাইভ সেশনে ডি ভিলিয়ার্সের কাছে জানতে চাওয়া হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকাকে তিনি কীভাবে দেখছেন। জবাবে সাবেক এই অধিনায়ক বলেন, আমি এখানে পক্ষপাতদুষ্ট হতে চাই না, তাই মাঝামাঝি অবস্থানেই থাকব। এটা রাজনীতি, আবার ব্যক্তিগত বিষয়ও। এ বিষয়ে মন্তব্য করার মতো পর্যাপ্ত তথ্য আমার কাছে নেই।
গত শনিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, ফেব্রুয়ারি ৭ থেকে শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। বাংলাদেশের ম্যাচগুলো নিরাপত্তাজনিত কারণে ভারতের বাইরে সরানোর অনুরোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করে।
আইসিসি ও বিসিবির মধ্যে কয়েক সপ্তাহের টানাপোড়েনের পর এই সিদ্ধান্ত আসে। পুরো বিতর্কের সূত্রপাত হয় ৩ জানুয়ারি, যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়। এর পরদিন, ৪ জানুয়ারি, বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারত থেকে সরানোর অনুরোধ জানায়, নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে।
তবে চূড়ান্ত বিবৃতিতে আইসিসি জানায়, ভারতে বাংলাদেশের জাতীয় দলের জন্য কোনো "বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি" তারা খুঁজে পায়নি।
এই প্রেক্ষাপটে ডি ভিলিয়ার্স স্পষ্ট করে বলেন, বিষয়টি এতদূর গড়ানোই উচিত হয়নি। "আমি যা জানি, তা হলো, এটা দুঃখজনক। এমন অবস্থায় কোনো দলকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে বাধ্য হওয়া কখনোই কাম্য নয়। এটা আমাদের খেলাটার জন্য সত্যিই বাজে এক চিত্র।
তিনি আরও যোগ করেন, "যারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় আছেন, তাদেরই বিষয়টি মীমাংসা করা উচিত। ক্রিকেটে রাজনীতি এতটা ঢুকে পড়ুক, আমি সেটা একেবারেই অপছন্দ করি। সত্যিই খুব দুঃখজনক।