শিরোনাম
◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স ◈ ভোলা এলএনজির বিকল্প প্রস্তাব, সাশ্রয় হবে ৯ হাজার কোটি ◈ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে হাইকোর্টের হুঁশিয়ারি ◈ যুক্তরাজ্যে অতিদারিদ্রের সংখ্যা ৬৮ লাখ, ৫৩ শতাংশ বাংলাদেশি ◈ ভুয়া তথ্যে কানাডার ভিসার আবেদন: বস্তায় ভরে ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ১১:০০ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাবা মা‌র্সেলোর দল রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি হ‌লো ছেলের

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের একাডেমি ‘লা ফাব্রিকার’ প্রতিভাবান ফরোয়ার্ড এনজো আলভেসের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেছে ক্লাবটি। গত সোমবার আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন ১৬ বছর বয়সী এই ফুটবলার। চুক্তি স্বাক্ষরের সময়স ছিলেন তাঁর বাবা-মা।

এনজো রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লেফটব্যাক মার্সেলোর ছেলে। একাডেমিতে দুর্দান্ত গোলসংখ্যা ও দ্রুত উন্নতির কারণে তাঁকে ভবিষ্যতের অন্যতম বড় সম্ভাবনা হিসেবে দেখছে ক্লাব কর্তৃপক্ষ। ইউরোপের অন্যান্য ক্লাবের আগ্রহ ঠেকাতে চুক্তিতে বড় অঙ্কের রিলিজ ক্লজ রাখা হয়েছে বলে জানা গেছে।

লা ফাব্রিকায় এনজোর উত্থান ছিল চোখে পড়ার মতো। ফরোয়ার্ড হিসেবে শক্তিশালী শারীরিক গঠন ও ধারালো ফিনিশিংয়ের জন্য তিনি পরিচিত। রিয়াল মাদ্রিদের একাডেমিতে খেলে ইতিমধ্যে প্রায় ২০০ গোলের মাইলফলকের কাছাকাছি পৌঁছে গেছেন তিনি।

গত মৌসুমে মাত্র ১৫ বছর বয়সেই রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-১৯ (জুভেনিল ‘আ’) দলে অভিষেক হয় এনজোর। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে গোল করে নিজের উপস্থিতি জানান দেন তিনি। চলতি মৌসুমে আরও এক ধাপ এগিয়ে রিয়াল মাদ্রিদ কাস্তিয়া দলের হয়েও অভিষেক হয়েছে তাঁর। ম্যানচেস্টার সিটির বিপক্ষে অনূর্ধ্ব-২১ প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল কাপের ম্যাচে সুযোগ পান এই কিশোর ফরোয়ার্ড।

ক্লাব ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নজর কেড়েছেন এনজো। স্পেন অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেয়েছেন তিনি এবং বয়সে ছোট হলেও এক বছর বড় ফুটবলারদের সঙ্গে খেলছেন। গত মার্চে অনূর্ধ্ব-১৭ দলে প্রথম ডাক পেয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন এনজো।

চুক্তি স্বাক্ষরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এনজো আলভেস। ইনস্টাগ্রামে পোস্ট, ‘আমার প্রথম পেশাদার চুক্তিতে সই করতে পেরে খুবই খুশি। হালা মাদ্রিদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেলোও। রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে সফল এই ফুটবলার ছেলের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে নিয়মিত পাশে থাকছেন। ক্লাব ও জাতীয় দল—দুই জায়গাতেই এনজোর ধারাবাহিক উন্নতি রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ পরিকল্পনায় বাড়তি আশার আলো জাগাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়