খুলনা- ১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী বলেন, অনেকে বলেন জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা এদেশে থাকতে পারবে না। কিন্তু জামায়াত ক্ষমতায় এলে মুসলমানরা হিন্দুদের এদেশে জামাই আদরে রাখবে। একজন হিন্দুকেও ভারতে যেতে হবে না।
গতকাল মঙ্গলবার বিকালে খুলনা সাকিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর নিবার্চনি জনসভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জামায়াতের এই প্রার্থী বলেন, একটি দলের মহাসচিব বলেছে-জামায়াত বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর নিচ্ছে। কিন্তু জামায়াত কারো বিকাশ নম্বর নিয়ে টাকা দিয়ে ভোট কেনে না।
কৃষ্ণ নন্দী আরো বলেন, জামায়াত টাকা দিয়ে ভোট কেনে না। টাকা দিয়ে গরু, ছাগল বিক্রি হয়। একটি দল বস্তার মুখ খুলে দিয়েছে। আপনারা টাকায় ভোট বিক্রি করবেন না।