রাজু আহমেদ [২] গত ০৮ নভেম্বর খেলার মাঠ থেকে ডেকে নিয়ে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় চাঞ্চল্যকর ও আলোচিত মো. হানিফ (২০) হত্যা মামলার প্রধান ও এক নম্বর আসামিসহ এজাহারনামীয় অন্যান্য আসামি আটক করেছে র্যাব-৭ চট্টগ্রাম, এ ঘটনায় নিহতের ভাই অনিক এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
[৩] এ ঘটনায় ভিকটিমের বড় ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে গত ৯ নভেম্বর চট্টগ্রাম সিএমপির খুলশী থানাতে একটি মামলা দায়ের করেন, র্যাব-৭ এর চাঁদগাও ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইউসুফ বলেন শরীয়তপুর ঢাকা-চট্টগ্রাম তিনটি জেলায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়।
[৪] শনিবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের একটি র্যাব-৭ এর একটি আভিযানিক দল মামলার এক নম্বর আসামি সোহেল ভান্ডারী ও মো. হাসানকে শরীয়তপুর থেকে আটক করে এবং মোহাম্মদ আমির হোসেন ও মো. সোহাগ কে ঢাকা থেকে আটক করা হয়।
[৫] সাধারণত আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইউসুফ, আসামিদেরকে খুলশী থানায় হস্তান্তর করা হবে।