রীনা চৌধূরী: [২] উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও মেহেরপাড়া এলাকার মৃত সহবত আলীর মো. দেলোয়ার হোসেন মৎস্যচাষী।
[৩] ২০০৪ সালে উপজেলার সর্দারপাড়া এলাকার শাহীনা বেগমকে বিয়ে করেন।
[৪] ২০১১ সালে উপজেলার নলপুখুরী এলাকার আকলিমা বেগমকে বিয়ে করেন।
[৫] এরপর ২০১৬ সালে উপজেলার রাখালদেবী হাটের এসএসসি পাশ করা মেয়ে মোছা. রত্না আক্তারকে বিয়ে করেন দেলোয়ার হোসেন।
[৬] ২য় স্ত্রী আকলিমা জানান, আমরা ৩ জন সতিন নয়, আমরা ৩ বোন একই পরিবারে ১ স্বামী নিয়ে ঘর সংসার করি। আমাদের ৩ জনকেই সমান চোখে দেখে দেলোয়ার।
[৭] ৩য় স্ত্রী রত্না আক্তার জানান, আমাদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের বড় বোন শাহীনা বেগমকে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে ভোটে দাঁড়িয়ে দিয়ে একসঙ্গে গণসংযোগ করছি। আমরা আমাদের বোনকে জয়যুক্ত করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
[৮] দেলোয়ার হোসেন বলেন, আমার ১ম স্ত্রী শাহীনা এলাকার মানুষের কাছে খুব জনপ্রিয় একজন নারী।