গাজী নাসির উদ্দীন আহমেদ: রেজা কিবরিয়াকে নিয়ে আমার একটা কৌতুহল মিটেনি। খানিকটা তীব্র হয়েছেও বলা যায়। প্রয়াত পিতার আসন থেকে আওয়ামী লীগের এমপি হতে চেয়েছিলেন, পারেননি। কামাল হোসেনের কাছে ভিড়েছিলেন। বোঝা যায়, একটা অরাজনৈতিক উদ্দেশে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন।
সুব্রত চৌধুরী কিংবা মোস্তফা মহসিন মন্টু ওখানে যে কারণে ভিড়েছিলেন রেজা কিবরিয়ার কারণ অভিন্ন নয়। সেটা বোঝা গেছে। তিনি এখন গেলেন নূরের কাছে। তিনি কার উদ্দেশ্য নিয়ে ঘুরছেন এখানে ওখানে? পেটের জ্বালায় যে ঘুরছেন না সেটা পরিষ্কার। তাহলে জ্বালাটা কিসের? দেশের জন্য কোন জ্বালা তার থাকার কথা না।